রূপান্তর বাংলা।
এডিটর : শাহীন আহমেদ
*গাজীপুর, কাপাসিয়া:*
গাজীপুর জেলার কাপাসিয়া থানার দক্ষিণগাঁও গ্রামে পৈত্রিক সম্পত্তি চাওয়ায় ভূমিধস্য ও সন্ত্রাস সৎ ভাই মোহাম্মদ হিরন ও তার ছেলে সিয়াম। পৈত্রিক সম্পত্তি র জন খুন করার চেষ্টা চালায় এক অসহায় সৎ বোন মনোয়ারা বেগমের উপর। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মনোয়ারা জানান, সৎ ভাই মোহাম্মদ: হিরণ ও তার ছেলে মোহাম্মদ: সিয়ামের কাছে তার প্রাপ্য জমি চাইলে বাবা ছেলে তা দিতে অস্বীকার করেন। একপর্যায়ে তর্ক-বিতর্কে হিরণ ও তার ছেলে সিয়াম লাঠি দিয়ে তাকে আঘাত করেন। গ্রামবাসীরা এসে তাকে রক্ষা করে। পরে মনোয়ারা শরীরের ব্যথা নিয়ে স্বামীর বাড়িতে ফিরে যান।
পরবর্তীতে একাধিকবার গ্রামে সালিশ বসানো হলেও হিরণ ও তার ছেলে সিয়াম তা মেনে নেয়নি । উল্টো বিচার না মেনে মনোয়ারাকে খুনের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা হিরণকে সন্ত্রাসী ও অত্যন্ত খারাপ ব্যক্তি হিসেবে চিহ্নিত করেন।
মনোয়ারা জানান, তিনি গরিব হওয়ায় কোথাও ন্যায্য বিচার পাচ্ছেন না। প্রশাসনের কাছে তিনি সঠিক আইনি সহায়তা চেয়েছেন।