মুক্তাগাছায় জমি সংক্রান্ত বিরোধে মামলা করায় বাদীকে মারধর

ময়মনসিংহ আঞ্চলিক প্রতিনিধি ঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শশরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা করায় প্রতিপক্ষ বাদীর ছেলেকে মারধর অভিযোগ পাওয়া গেছে। জানা যায় উপজেলার শশরা গ্রামের সোরহাব আলীর নিজ সম্পতি যার খতিয়ান নং এসএ ৫৩, বিআরএস ২৬২, দাগ নং- ৭০,৭৬,৭৭,৭৮, জমির পরিমাণ ৩৫ শতাংশ পুকুর। উক্ত পুকুরে সোরহাব আলীর মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। উক্ত পুকুরের জমি স্থানীয় সাইফুল, আব্দুস সালাম ও ইসমত আরা দীর্ঘদিন যাবৎ দখল করার পায়তারা করে আসছিল এবং বিভিন্নভাবে সোরহাব আলীকে হুমকি দিয়ে আসছিলেন। সে প্রেক্ষিতে সোরহাব আলীর ময়মনসিংহ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। যার নং- ১০৩৩/২৫। বিজ্ঞ আদালত ১৪৫ ধারা বিধান মতে নোটিশ জারি করেন যার স্মারক নং- ২৫৪১ তারিখ- ২৭/০৭/২০২৫। সে মোতাবেক পুলিশ নোটিশ জারি করে এবং উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন।
মামলার খবর পেয়ে সাইফুল গংরা বাদীর প্রতি ক্ষিপ্ত হন। গত-২৩/০৮/২০২৫ শনিবার বিবাদী সাইফুল, ইসমত আরার নেতৃর্তে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে সোহরাবের বাড়ীতে গিয়ে তাকে না পেয়ে তার ছেলেকে আরাফাত (৩২) এর উপর হামলা চালায় এবং তাকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন এসে তাকে সেখান থেকে উদ্ধার করে। পরে মুক্তাগাছা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।