চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০৫ লিটার চোলাই মদ ১ টি সিএনজি সহ ০২ আসামী গ্রেফতার।

রূপান্তর বাংলা নিজস্ব সংবাদদাতা
রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়ের নির্দেশনায় ও রাজস্থলী সার্কেল জনাব মোঃ নুরুল আমিন এবং চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ জনাব, মুহাম্মদ শাহজাহান কামাল এর সার্বিক তত্ত্বাবধানে এসআই এস. এম. রবিউল আমিন, এসআই বিষ্ণুপদ হীরা এবং সঙ্গীয় ফোর্সসহ গত ২৩/০৮/২০২৫ খ্রি. তারিখ বেলা অনুমান ১৩:১০ ঘটিকার সময় চন্দ্রঘোনা থানাধীন ০৩নং বাঙ্গালহালিয়া ইউপিস্থ বাঙ্গালহালিয়া টু বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক ভাবনা বিদর্শন কেন্দ্র ফলকের সামনে পাকা রাস্তার উপর হইতে ১। মো: হাচান(২৩), পিতা-মনির হোসেন, মাতা- নাছিমা আক্তার, সাং- পূর্ব চরনদ্বীপ, ঘাটিয়াল পাড়া(আকবর আলী চৌধুরী জামে মসজিদ সংলগ্ন), ০৯নং ওয়ার্ড, ২। মোহাম্মদ দিদারুল আলম(৪০), পিতা- মোহাম্মদ সামশুল আলম, মাতা- মনোয়ারা বেগম, সাং-মধ্যম চরনদ্বীপ (আহম্মাদ হোসেন মেম্বার বাড়ি), ০৭নং ওয়ার্ড, উভয় ইউপি-চরনদ্বীপ, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রামদ্বয়কে ১০৫ লিটার চোলাই মদ ও ০১টি সিএনজিসহ গ্রেফতার করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানার মামলা নং- ০২, তারিখ ২৩/০৮/২০২৫ইং ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(গ)/৩৮/৪১ রুজু করিয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।