ধোবাউড়া উপজেলার দড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘাসের চাষ, শিশুদের মেধা বিকাশে বাধা,,

রুপান্তর বাংলা জেলা সংবাদদাতা—ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠে বর্তমানে ঘাসের চাষ করা হচ্ছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুতর প্রভাব ফেলছে।

স্থানীয়দের অভিযোগ, মাঠটি বিদ্যালয়ের শিশুদের খেলাধুলা ও মুক্তভাবে চলাফেরার জন্য নির্ধারিত হলেও, তা এখন ঘাস উৎপাদনের জন্য ব্যবহার করা হচ্ছে। শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময় ক্লাসরুমে আবদ্ধ থেকে কাটাচ্ছে, খেলাধুলা কিংবা বিশ্রামের কোনো পরিবেশ নেই। এই পরিস্থিতি তাদের স্বাস্থ্য ও মনোবিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।

একাধিক অভিভাবক জানান, আমাদের বাচ্চারা স্কুলে গিয়ে শুধু পড়াশোনাই করছে, কিন্তু খেলার মতো কোনো পরিবেশ নেই। ছোট বয়সে খেলাধুলা না করলে তাদের মনোযোগ, মেধা ও স্বাস্থ্য সবই ক্ষতিগ্রস্ত হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। কে বা কারা মাঠে ঘাসের চাষ করছেন, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম জানান,এখানে নাকি জমিদাতার কিছু জমি রয়েছে, তাই মাঠের একাংশ ঘাস চাষের জন্য ভাড়া দেওয়া হয়েছে।

তবে বিষয়টি নিয়ে ধোবাউড়া উপজেলা শিক্ষা অফিসার আলী ছিদ্দিক এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার জানা ছিল না। এমনটি হয়ে থাকলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।