রূপান্তর বাংলা জেলা সংবাদদাতা –ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ উজ্জল হোসেন সারাদিন মাঠে প্রশাসনের নানা কাজে ব্যস্ত সময় পার করলেও, রাত নামলেই উপজেলার চিত্র পাল্টে যায়। বিভিন্ন এলাকায় রাতভর অব্যাহত থাকে চোরাচালান, মাদক কারবার, অবৈধ বালু পরিবহন, জুয়া খেলা এবং তরুণদের বেপরোয়া আড্ডাবাজি।
ইউএনও উজ্জল হোসেন বলেন,
দিনভর সরকারি সেবা ও নজরদারির কাজ করেও যখন রাতের অন্ধকারে এমন অপরাধমূলক কর্মকাণ্ড চালু থাকে, তখন হতাশা বাড়ে। প্রশাসনের একার পক্ষে এসব বন্ধ করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন স্থানীয়দের সহায়তা, জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতা এবং সামাজিক সচেতনতা। আমি চাই ধোবাউড়া উপজেলার মানুষ নির্দ্বিধায় ও নিশ্চিন্তে ঘুমাতে পারে
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু এলাকায় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় রাতের আঁধারে চলে এসব অবৈধ কার্যকলাপ। বিশেষ করে বালুবাহী ট্রাক ও মাদকের গোপন চলাচল এলাকার পরিবেশ ও যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে এসব নিয়ন্ত্রণে রাতের অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন ইউএনও।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।