*জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রূপান্তর বাংলা।
এডিটর, শাহিন আহমে

নরসিংদী, ৩০ আগস্ট:
নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা কমিটির নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নুর ইসলাম।

প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সংস্থার মো. রেজাউল ইসলাম লাকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস চেয়ারম্যান লায়ন এবিএম সোবহান হাওলাদার, যুগ্ম মহাসচিব লায়ন শরিফুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ার, আজকের খোঁজখবর সম্পাদক মনজিল এ মিল্লাত ও বিশিষ্ট সমাজসেবক রতন মিয়া।

সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান মানিক।
বক্তব্য রাখেন সাংবাদিক অ্যাডভোকেট মনছুর আলী সিকদার, বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আশিকুর রহমান।

অনুষ্ঠান শুরুর আগে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।