রূপান্তর বাংলা।
এডিটর, শাহিন আহমেদ।
নরসিংদী: সাংবাদিকের বাড়িতে এসে রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, হামলা ও প্রাণনাশের হুমকি।
নরসিংদীর পলাশ থানাধীন কাউয়াদী গ্রামে এই ঘটনা ঘটে। শাহীন আহমেদ জাতীয় সাংবাদিক সংস্থার নরসিংদী জেলার সহ সাধারণ সম্পাদক ও রূপান্তর বাংলার এডিটর হিসেবে কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী শাহীন আহমেদ বলেন, রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে মো. সজিব খান ও রিয়াদের নেতৃত্বে ১৫-২০ জন ৩০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে খুনের চেষ্টা চালায় ও বিভিন্ন হুমকি দেয়।
ভুক্তভোগী সাংবাদিক আরও বলেন, সন্ত্রাসীরা সরাসরি বলে গেছে রাস্তায় চলাফেরার সময় চোখে পড়লেই খুন করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে হামলাকারীদের বাধা দেয়। মো. সজিব খান নিজেকে নরসিংদী জেলার শিবপুর থানার সাদারচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে পরিচয় দেয়।
এ ব্যাপারে ভুক্তভোগী পলাশ থান একটি অভিযোগ দায়ের করেন।
পলাশ থানার অফিসার ইনচার্জ বলেন, এ ব্যাপারে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
				
			