বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধোবাউড়া উপজেলা শাখার উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধোবাউড়া উপজেলা শাখার উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম দুলাল,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আফজাল এইচ খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং ময়মনসিংহ জেলা বিএনপির সিনিয়র নেতা।
বক্তব্যে আফজাল এইচ খান বলেন এই ১৭টি বছর আমরা অনেক সংগ্রামের মধ্য দিয়ে জেল-জুলুম ও অত্যাচার সহ্য করেছি। আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও এই আন্দোলন-সংগ্রামের সাথে থাকবো।
তিনি আরও বলেন বিএনপির প্রতিটি কর্মী দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার রক্ষায় অবিচল। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে।
দলের প্রতিষ্ঠার মূল আদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরা। তরুণ প্রজন্মকে দলের রাজনীতিতে সম্পৃক্ত করা।
গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এসময় ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মনজুরুল হক মঞ্জু চেয়ারম্যান পুড়াকান্দুয়া ইউনিয়ন পরিষদ,ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়,মোঃ কবিরুল ইসলাম কবির,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম,প্রমূখঃ উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।