রূপান্তর বাংলা।
এডিটর, শাহিন আহমেদ।
ময়মনসিংহ, ধোবাউড়া (প্রতিনিধি)
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ইজারা পাড়ায় ক্যাসিনোর টাকাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে পরিচিত ক্যাসিনো ব্যবসায়ী খোকন মিয়া (৪০) এর বিরুদ্ধে একই গ্রামের আল-আমিন (২৪) কে কুপিয়ে হাতে পায়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
আহত আল-আমিনকে প্রথমে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেতে পারেন বলে জানান।
আল-আমিনের বাবা, আব্দুস শহীদ, যিনি নিজেই ক্যান্সার আক্রান্ত রোগী, জানান,
দীর্ঘদিন ধরে খোকন মিয়া ক্যাসিনো ব্যবসা পরিচালনা করে আসছে। এই ব্যবসার টাকাকে কেন্দ্র করেই সে আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করতে চেয়েছিল। আমি এর সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন মিয়া দীর্ঘদিন ধরেই এলাকায় ক্যাসিনো ও অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে জড়িত, এবং তার বিরুদ্ধে আগেও নানা অভিযোগ ছিল। তবে এই প্রথম এত বড় সহিংস ঘটনার জন্ম দিলো তার নাম জড়িয়ে।
এবিষয়ে ধোবাউড়া থানায় একটি মামলা রজু করা হয়েছে বলে আলামিন এর বাবা জানিয়েছেন। পুলিশ ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
