রূপান্তর বাংলা।
এডিটর, শাহিনা আহমেদ
মুক্তাগাছা পল্লীতে জনমনে ত্রাস সৃষ্টি করে দোকান লুট শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও
সোনারগাঁও দিঘিরপাড় তালীমূল কোরআন হাফেজিয়া মাদ্রাসার বক্তব্য
ঢাকা থেকে প্রকাশিত নিউজ পোর্টাল রূপান্তর বাংলা ও ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকায় “মুক্তাগাছা পল্লীতে জনমনে ত্রাস সৃষ্টি করে দোকান লুট ও জমি দখলে অভিযোগ” যে সংবাদ প্রকাশিত হয়েছে তাহা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে তালীমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার নামে জমি দখল করা হয়েছে লেখা হয়েছে তাহা মিথ্যা ভিত্তিহীন। প্রকৃত সত্য হলো ২০০৫ সালে বি.আর.এস দাগ নং-৩৪৭৫,৩৪৭৬ এবং আর.ও আর দাগ নং-১৫০৮,১৫০৯, মৌজা সোনারগাঁও। উক্ত জমির মালিক ৪১ জন। তার মধ্যে ২৫ জন তালীমূল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদের নামে ওয়াকফ দলিল করে দেন। যার দলিল নং-৩০২৫, তারিখ- ০৪/০৫/২০০৫ইং এবং দলিল নং-৩২১৫, তারিখ ১৭/০৫/২০০৫ইং। উক্ত জমির চৌহদ্দি উত্তরে পাকা রাস্তাসহ উত্তর থেকে পুকুরের পূর্ব ও পশ্চিম পাড়সহ দক্ষিণ দিকে যে পর্যন্ত দলিল মূলে যায়। সে টুকুই মসজিদ ও মাদ্রাসার সম্পত্তি। মাসুদ রানা নামে যিনি জমি দাবী করছেন তাহা সঠিক নয়। তাহার জমি মসজিদের জমির পর দক্ষিণ অংশে তার জমির অবস্থান। কিন্তু মাসুদ রানা উক্ত জমি তার পিতা আব্দুল হাই এর নিকট থেকে ভুল তথ্য পরিবেশন করে তার পিতার কাছ থেকে দলিল মূলে কাওলা করে নেয় এবং পরবর্তীতে তার নিজ নামে খারিজ করে। মাসুদ রানা উক্ত জমি স্থানীয় মোজাম্মেল মিয়া, পিতা- আবুল হোসেন এর কাছে বিক্রি করে যার দলিল নং-৫১৬৩, তারিখ-১৫/০২/২০২৪ইং। প্রকৃত ঘটনা আড়াল করে। সাংবাদিকের কাছে মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করে। সে তার পিতার কাছ থেকে জমি নিয়ে টাকার লোভে মাদ্রাসার জমির সীমার মধ্য থেকে মোজাম্মেল এর কাছে জমি বিক্রি করে। পরবর্তীতে ক্রেতা মোজাম্মেল বিষয়টি জানতে পেরে মাসুদ রানা কাছ থেকে জমির টাকা ফেরৎ নেয়। এখনো সব টাকা পরিশোধ করতে পারে নাই যার দরুন মোজাম্মেল মাসুদ রানাকে জমি ফেরৎ দেইনি। প্রকৃত পক্ষে জমির মালিক এখনো মোজাম্মেল। সংবাদে জনৈক ওমর আলী তালুকদার সাংবাদিকের কাছে যেই তথ্য দিয়েছে তাহা ভুল। ওমর আলী নিজেও মাদ্রাসার নামে জমির দলিল করে দিয়েছেন। অথচ তিনি মাসুদ রানার পক্ষে সাফাই গেয়েছেন। মাসুদ রানাসহ তাহার পক্ষালম্বী কয়েকজন ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে এলাকার কতিপয় লোককে ভুল বুঝিয়ে সাংবাদিকের কাছে মিথ্যা তথ্য প্রদান করে। সংবাদে মাসুদ রানাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলা হয়েছে। মাসুদ রানা কাশিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ৫ আগষ্ট এর পর তিনি নিজেই আত্মগোপনে চলে গেছেন। তিনি জবরদখল ও অতীত কার্যকলাপের জন্য নিজেই পালিয়ে বেড়াচ্ছেন। প্রতি হিংসা মূলক ভাবে নিজে পালিয়ে থেকে অন্যের গাঢ়ে দোষ চাপাচ্ছেন। তাছাড়া তার দোকান ঘর নাই সেখানে তা লুট হয় কিভাবে তাহা আমাদের বোধগম্য নহে।
উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে সাংবাদিক ভাইদের এই বিষয়ে সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার আহব্বান জানাচ্ছি।
মোঃ হাবিবুর রহমান তালুকদার
সভাপতি
সোনারগাঁও দিঘিরপাড়
তালীমূল কোরআন হাফেজিয়া মাদ্রাসা মোঃ এমদাদুল হক তালুকদার
সাধারণ সম্পাদক
সোনারগাঁও দিঘিরপাড়
তালীমূল কোরআন হাফেজিয়া মাদ্রাসা মোঃ রফিকুল ইসলাম তালুকদার
কোষাধ্যক্ষ
সোনারগাঁও দিঘিরপাড়
তালীমূল কোরআন হাফেজিয়া মাদ্রাসা