ময়মনসিংহ প্রতিনিধি; ময়মনসিংহ জেলার মুক্তাগাছা পৌরসভার শ্মশানঘাটের দায়িত্বপ্রাপ্ত প্রহরীকে মারধরের ঘটনা ঘটেছে । রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত প্রহরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জালাল উদ্দীন (৭৫)প্রায়ই শ্মশানে ছাগল নিয়ে গাছের ক্ষতিসাধন করে। প্রহরী জালালকে ছাগল চড়াতে নিষেধ করলে গালাগালি করতে থাকে। এক পর্যায়ে প্রহরীকে কাঠের (চলা) লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত প্রহরী বলেন—ছাগলে গাছ খেয়ে ফেলে। অনেকবার নিষেধ করলেও শুনে না। আজকে নিষেধ করলে গালাগালি করে কাঠ দিয়ে মারে।
মুক্তাগাছা পৌর শ্মশানের সভাপতি ডা. ভাস্কর সাহা কল্লোল জানান, ঘটনা শুনে দ্বীপকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যাই। পরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রহরী ও শ্মশানের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। হামলাকারীর কঠিন শাস্তির প্রত্যাশা করছি। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান—পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অভিযোগ পেয়েছব। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় শ্মশান কমিটি ও সনাতন ধর্মের অনুসারীরা দ্রুত তদন্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে।