ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় আহলে হাদীস মসজিদ ও মাদ্রাসা ভাংচুর করে মালামাল লুট। মসজিদ পুনঃ নির্মাণে বাঁধা সহ মারধর ও খুন যখমের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ময়মনসিংহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ মুক্তাগাছা থানা বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী উপজেলার কাঠালিয়া গ্রামের নও মুসলিম মোঃ রুহুল আমীন।
অভিযোগে জানা যায়, মোঃ রুহুল আমীন একজন নওমুসলীম। তিনি স্থানীয় কিছু সংখ্যক আহলে হাদীস মতাদর্শ অনুকরণকারী লোক নিয়ে ২০২০ সালে মুক্তাগাছায় কাঠালিয়া সাকিনে আবু হুরাইরা (রা:) নামে মসজিদ ও মাদ্রাসা স্থাপন করেন। ২০২৫ সালে ছাত্রের সংখ্যা ৬০ এর অধিক। সম্প্রতি হানাফি মতাদর্শের কিছু লোক মাদ্রাসা ও মসজিদ উচ্ছেদ করার জন্য কমিটির লোকজনদের হুমকি প্রদান করেন এবং রুহুল আমীনকে মারধর করে। গত ০৬/০৯/২০২৫ ইং তারিখ রাত অনুমান ১০ টার সময় স্থানীয় রাজাবাড়ী গ্রামের হেলাল উদ্দিনের পুত্র আজাহারুল ইসলাম এর নেতৃত্বে ৩০/৪০ জনের একটি সংঘবদ্ধ দল কাঠালিয়া গ্রামের আবু হুরাইরা (রা:) মসজিদ ও মাদ্রাসার ভিতরে প্রবেশ করে মসজিদের ইট খুলে ফেলে দেয় এবং মাদ্রাসার সিসি ক্যামেরা ভাংচুর করে নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয়। পরদিন ৭/৯/২০২৫ ইং তারিখ সকাল ১১টায় একই কায়দায় হামলা করে মসজিদ ও মাদ্রাসার টিন সেড ভাংচুর করে। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এছাড়াও আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয় রুহুল আমীনকে। বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন অন্যথায় বড় ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় জনগণ। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।