ময়মনসিংহ প্রতিনিধি —, ১১ সেপ্টেম্বর ২০২৫
ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ভারতীয় চোরাই মদ ও দুইটি প্রাইভেটকারসহ ৪ জন আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। অভিযানে জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ ৬৪ হাজার টাকা।
জেলার সুযোগ্য পুলিশ সুপার ও হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায়, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আল-মামুন সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোজাম্মেল হক, এসআই (নিঃ) আনোয়ার হোসেন, কিলো-এএসআই (নিঃ) শরীফ হোসেন এবং সঙ্গীয় পুলিশ ফোর্স।
অভিযানটি ১১ সেপ্টেম্বর ভোর ৫টা ১০ মিনিটে ধোবাউড়া থানাধীন ধাইরপাড়া এলাকার পানির ট্যাংকির পাশের কলসিন্দুর-ধোবাউড়া পাকা রাস্তায় পরিচালিত হয়। এ সময় ৬৫ বোতল ভারতীয় মদ (আনুমানিক মূল্য ২,৬৪,০০০ টাকা) এবং দুটি প্রাইভেটকার (আনুমানিক মূল্য ৩০,০০,০০০ টাকা) জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. আল-আমিন (৩২), পিতা: নুরুল হক, গ্রাম: কচুয়া, থানা: সখিপুর, জেলা: টাঙ্গাইল
২. রুবেল (৩৪), সাং: বরগুনা, থানা: সখিপুর, জেলা: টাঙ্গাইল
৩. মোঃ সাইফুল (২২), পিতা: মোন্তাজ, সাং: লঘুনাথ, থানা: চন্দ্রনাথ, জেলা: চট্টগ্রাম
৪. মোঃ হাবিবুল ইসলাম (৩৫), পিতা: দলিল মুন্সি, সাং: জয়রামপাড়া, থানা: ধোবাউড়া, জেলা: ময়মনসিংহ
অভিযানে জব্দকৃত আলামতের সর্বমোট আনুমানিক মূল্য দাঁড়ায় ৩২,৬৪,০০০ টাকা।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ধোবাউড়া থানা পুলিশ।