বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের উদ্যোগে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুপান্তর বাংলা স্টাফ রিপোর্টার রাঙ্গামাটি:
বাংলাদেশ সেনাবাহিনী সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের উদ্যোগে সমসাময়ীক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও হেডম্যান-কারবারিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাঘাইহাট জোন সদরে এই সভার আয়োজন করা হয়।

সভায় নবাগত ১৪ বেঙ্গলের জোন কমান্ডার লে. কর্নেল মনির এবং বিদায়ী সিক্স বেঙ্গল জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ রানা উপস্থিত ছিলেন। এছাড়াও সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা পার্বত্য চট্টগ্রামের বর্তমান প্রেক্ষাপট, শান্তি-সম্প্রীতি রক্ষা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, সন্ত্রাস-চাঁদাবাজি প্রতিরোধসহ স্থানীয় জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মনির বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যাবে।”

বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ রানা পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনকালে প্রাপ্ত সহযোগিতার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতবিনিময় সভা শেষে সেনাবাহিনী ও স্থানীয় প্রতিনিধিদের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।