ধোবাউড়ায় ১২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, থানার পুলিশের সফল অভিযান,,

ময়মনসিং থেকে সিরাজুল হক সরকার— ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার পুলিশের একটি বিশেষ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মদগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫,১৬,০০০ (পাঁচ লক্ষ ষোল হাজার) টাকা।

জানা যায়, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল সার্বিক দিকনির্দেশনায় আজ ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:০০ টায় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আল-মামুন সরকার এর নেতৃত্বে পুলিশের একটি দল ধোবাউড়া উপজেলার পুড়াকান্দলিয়া ইউনিয়নের দুধনই বাজার এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে একটি পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বেন গাড়িতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ১২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।এই অভিযানে অংশ নেন কোচ এসআই হাদিস উদ্দিন, এএসআই মনির উদ্দিন, কনস্টেবল মোতাহার হোসেন,কনস্টেবল মনির হোসেন
কনস্টেবল বিপুল।

এ বিষয়ে ধোবাউড়া থানা পুলিশ জানিয়েছে, জব্দকৃত মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে পারলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধোবাউড়া থানা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে।