মুক্তাগাছায় ভূয়া এসপি ও ক্যাপ্টেনসহ গ্রেফতার ৪

ময়মনসিংহ থেকে সিরাজুল হক সরকার:– ময়মনসিংহের মুক্তাগাছা থানায় পুলিশ সদরদপ্তরের ভূয়া এএসপি ও সেনা বাহিনীর ভূয়া ক্যাপ্টেনসহ ৪ জনকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। এদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা হয়েছে। সেনা ক্যাপ্টেন পরিচয় দানকারীকে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়েছে।
জানা যায়, গত সোমবার রাত ৯ টায় একটি প্রাইভেটকার যোগে ভূয়া এএসপি ও সেনা বাহিনীর ভূয়া ক্যাপ্টেন পরিচয়ে মুক্তাগাছায় থানায় এসে অফিসার ইনচার্জের কক্ষে প্রবেশ করে এবং তার চেয়ারে বসে মৌলভীবাজার সদর থানার পুগুলিয়া গ্রামের কামরুল হাসানের পুত্র ইফতেখার শাহীন (২৪) নিজেকে এএসপি পুলিশ হেডকোয়ার্টার পরিচয় দেন। তার সাথে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মুজাটি চরপাড়া গ্রামের মোঃ হারুন অর রশিদের পুত্র সাব্বির আহমেদ সৌরভ (২৪) নিজেকে সেনা সদর দপ্তরের ক্যাপ্টেন পরিচয় দেন। তাদের গাড়ির ড্রাইভার নরসিংদী জেলার বেলাবো থানার আমান উল্লাহ পুত্র তানভির খন্দকার এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার শ্যামপুর জগন্নাথ বাড়ির শহিদুল্লাহ পুত্র ফাহমিদুল হাসান (২৮) তাদের সহযোগী ছিলেন।
তারা মুক্তাগাছা থানায় ওসির কক্ষে বসে, গত একমাস পূর্বে ফাহমিদুল হাসান সাকিব পরিচয়ে এক ব্যক্তির নিকট ২ লাখ টাকা পাওয়ার অভিযোগ দায়ের ঘটনায় কেন উক্ত টাকা এখনও আদায় করা হয়নি কেন? এই মর্মে মুক্তাগাছা থানায় কর্মরত এসআই আমজাদকে শাসিয়ে তার সাথে অশালীন আচরণ করেন। তাদের এই আচরণে উপস্থিত কর্মকর্তাদের সন্দেহ হলে তারা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন। কর্তৃপক্ষ তাদের পরিচয় নিয়ে চ্যালেঞ্জ করে তাদের দেওয়া পরিচয় ভূয়া বলে প্রতিয়মান হওয়ায় থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। মুক্তাগাছা থানা এসআই আমজাদ হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ৯, তারিখ ২২/০৯/২০২৫ইং।
এদিকে সাব্বির আহমেদ সৌরভ সেনা সদর দপ্তরের ক্যাপ্টেন পরিচয়দানকারীকে সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়েছেন। বাকী ৩জনকে পুলিশ আদালতে সোপর্দ করেন।