রুপান্তর বাংলা রাঙ্গামাটি জেলা সংবাদদাতা–
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াসিন (টেম্পো ড্রাইভার) এর পরিবারের অত্যাচারে অসহায় মুক্তিযোদ্ধার পরিবার-ইতিপূর্বে স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ দেওয়ার পরে স্থানীয় মহিলা মেম্বার ও পুরুষ মেম্বার ঘটনা স্থলে, গিয়ে সমাধানের চেষ্টা করেন -সেনাবাহিনীর নিকট কেন অভিযোগ দেওয়া হলো এজন্য স্থানীয় বিএনপির যুবদলের সভাপতি হওয়ায় তার দাম্প্লিকতায় পা পড়ে না মাটিতে – ইতিপূর্বে মুক্তিযোদ্ধা পরিবারের পুত্রবধূ স্কুল শিক্ষিকাকে
বিভিন্ন সময় বিভিন্নভাবে অপমান অপদস্ত করার চেষ্টায় থাকেন যুবদল সভাপতি টেম্পু ড্রাইভার ইয়াসিনের পরিবার- উল্লেখ্য যে স্কুল শিক্ষিকা নিজ বাড়িতে তার তিন সন্তান নিয়ে একাই থাকেন -গত কিছুদিন আগে ড্রাইভার ইয়াসিনের পরিবারের বেশ কয়েক লোকজন শিক্ষিকার বাড়িতে গিয়ে হামলা করেন -নিজ বাড়িতে গৃহবন্দি হয়ে পড়েন শিক্ষিকা।
নিজেকে বাঁচানোর জন্য ট্রিপল নাইনে কল করে পুলিশ নিয়ে আসেন -বিষয়টি বাঙ্গাললিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ গন অবগত আছেন/ -পুলিশের সামনেই ইয়াসিন অকথ্য ভাষায় গালাগালি দেন –সে বলে পুলিশ ঘোড়ার ঘাস কাটবে,আমার কিছুই ছিড়তে পারবে —হামলার উদ্দেশ্যে আসা শিক্ষিকার ঘর অবরুদ্ধ করার ব্যক্তিদেরকে পুলিশ সরিয়ে দেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার আহবান জানান –কয়েকদিন যাওয়ার পর আবারো বেপরোয়া হয়ে যান টেম্পু ড্রাইভার ইয়াসিনের পরিবার– – টেম্পু ড্রাইভার ইয়াসিন যুবদলের সভাপতির বিরুদ্ধে বিএনপির জেলা ও উপজেলার নেতৃবৃন্দের নিকট অভিযোগ দাখিল করবেন বলে জানিয়েছেন শিক্ষিকা -টেম্পু ড্রাইভার ইয়াসিনের পরিবারের বিরুদ্ধে দলীয় কোন ব্যবস্থা গ্রহণ না করিলে থানায় লিখিত অভিযোগ দাখিলকরবেন বলেও জানান তিনি -।
কেএই যুবদল সভাপতি টেম্পু ড্রাইভার ইয়াসিন-
যুবদল সভাপতির পদ পাইলো কি করে–?
কথিত আছে মোটা অংকের টাকার বিনিময়ে টেম্পুর ড্রাইভার ইয়াসিন যুবদল সভাপতির পদ বাগিয়ে নেন কিছুদিন আগে–চলবে