ময়মনসিংহ থেকে সিরাজুল হক সরকার; জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে সারাদেশের ন্যায় ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশাল বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বাদ আছর মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রসার মাঠ থেকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পল্লীবিদ্যুৎ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ হয়। এ সময় মহাসড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়। একই দিনে পৃথকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস পৃথক ভাবে বিক্ষোভ মিছিল করেছে।
মিছিল পরবর্তী আলোচনা সভায় মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শামছুল হকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি, জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ-৫ মুক্তাগাছা সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ জেলা কর্ম ও শূরা পরিষদ সদস্য মাওলানা বদরুল আলম। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, পৌর জামায়াতের আমীর আফতাবুর রহমান আকন্দ, উপজেলা জামায়াতের সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ, প্রচার সম্পাদক ডা. আজহারুল ইসলাম শাহিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোস্তাফা রায়হান, পৌর জামায়তের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান প্রমুখ।
বাদ আছর মুক্তাগাছা বড় মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি ডা: মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ জেলা (দক্ষিণ) এর সভাপতি মাও মামুনুর রশীদ সিদ্দিকী, মুক্তাগাছা শাখার সভাপতি ডা: মাও রুহুল আমিন, মাও এনামুল হক, হা খোরশেদ আলম, মাও রুকন উদ্দিন ও মাও হাফিজ মাও আ: আলিম, হা মাহবুব হাসান, মাওলানা মোহাম্মদ আলী, আল-আমীন প্রমুখ।
বাদ জুমা মুক্তাগাছা বড় মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ ফেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসের মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি মাওলানা মজিবুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ (পশ্চিম) সহ সভাপতি মাওলানা আশরাফ আলী, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম। মুক্তাগাছা ্উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমেদ প্রমুখ।