ময়মনসিংহ রেল স্টেশন থেকে যাত্রীর স্বর্ণালংকারসহ চুরি যাওয়া ব্যাগ ৩০ ঘণ্টার মধ্যে র‍্যাব-১৪ কর্তৃক উদ্ধার– ২ জন চোর আ ট ক

আঞ্চলিক প্রতিনিধি —র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর রাতে ময়মনসিংহ সদর থানার ডিবি রোড এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত চোর ১। মোঃ বাবুল (৩২), পিতা-মোঃ আবুল কালাম, সাং-শেওড়া ধোপাখোলা এবং ২। রনি বনিক(৩৫), পিতা-প্রশন্ন বনিক, সাং-শেওড়া ডিবি রোড, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিং’দের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত চো”রদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ব্যাগসহ জমির মূল দলিলপত্র, পরিবারের ব্যবহৃত প্রায় ০৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৭,০০০/-টাকা র‌্যাব-১৪, ময়মনসিংহ উদ্ধার করতে সক্ষম হয়।