জাতীয় পেপার রূপান্তর বাংলায় সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে..

জাতীয় পেপার রূপান্তর বাংলায় সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে.

আবেদনের শেষ তারিখঃ- ২৯/১১/২০২৫ ইংঃ
যেসব পদে আবেদনের সুযোগ রয়েছে:
♦জেলা প্রতিনিধি
♦স্টাফ রিপোর্টার
♦ক্রাইম রিপোর্টার
♦বিশেষ প্রতিনিধি
♦ভ্রাম্যমাণ প্রতিনিধি
♦মাল্টিমিডিয়া প্রতিনিধি
♦ক্রীড়া প্রতিনিধি
♦ক্যাম্পাস প্রতিনিধি

👉বেতন/ সম্মানী ভাতাঃ
প্রতি মাসে আপনাকে, আপনার বিকাশ/নগদ/ বা আপনার ব্যাংক একাউন্ট নাম্বারে সম্মানী ভাতা প্রদান করা হবে।
সম্মানী ভাতার উপর নির্ভর করে
প্রতি বছরে দুইটি ঈদ বোনাস আপনাকে দেওয়া হবে। (আপনার সম্মানী ভাতার অর্ধেক টাকা)

👉 জাতীয় পত্রিকা রুপান্তর বাংলায় আপনি সিলেক্টেড হলে আপনাকে যা দেওয়া হবে, তা নিচে উল্লেখ করা হলো।

১- আইডি কার্ড
২- ফিতা
৩- নিয়োগপত্র
৪- টি-শার্ট
৫- মাইক্রোফোন
৬- বাইক ও মোবাইলের জন্য পত্রিকার স্টিকার

যোগ্যতাঃ
*সর্বনিন্ম এস,এস,সি পাশ থেকে শুরু, স্নাতকোত্তর হলে আরো ভালো। তবে অভিজ্ঞতা আছে এমন ব্যাক্তিদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

👉 কাজের ধরনঃ

*নিজ এলাকায় থেকেই কাজ করতে পারবেন।
* মোবাইলে ভিডিও রেকর্ড করার দক্ষতা থাকতে হবে।
* নিউজ লেখার আগ্রহ এবং সৃজনশীলতা থাকতে হবে
* কমপক্ষে সপ্তাহে ৩ দিন আপনার চারপাশের ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত লিখে ভিডিও ছবি সহ আমাদের কাছে পাঠাতে হবে।

* সংবাদ সংগ্রহে কখনো কোন ঝামেলা হলে, রুপান্তর বাংলা পত্রিকা অফিস থেকে, সাথে সাথে আপনার নিকটস্থ থানা থেকে পুলিশ প্রেরণ করবে, এবং পুলিশ আপনার পাশে থাকবে।

👉 কিভাবে আবেদন করবেন তা নিচে দেওয়া হলোঃ

১/ আপনার ভোটার আইডির দুই সাইডের ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে দিন, ভোটার আইডি না থাকলে জন্মনিবন্ধন এর ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিন।

২/ আপনার ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিন।

৩/ আপনার সিভি থাকলে পাঠান, না থাকলে টাইপ করে লিখে দিন আপনার সম্পুর্ণ নাম ঠিকানা, বিস্তারিত হোয়াটসঅ্যাপে।

৪/ আপনি কোন পদে চাকরি করতে চান তা লিখে দিন হোয়াটসঅ্যাপে।

উপড়ের উল্লেখিত সব কিছু পাঠিয়ে থাকলে আপনার কাজ শেষ ধন্যবাদ।

👉 হোয়াটসঅ্যাপ- 01873256574-01813925571

মোঃ রিয়াজ উদ্দিন রানা
সম্পাদক : ও প্রকাশক
এডঃ এ জেড এম আব্দুস সবুর
নির্বাহী সম্পাদক
: মোঃ জনি খান জনি, ব্যবস্থাপনা সম্পাদক
: মোহাম্মদ শাহিন আলম
নিউজ এডিটর অনলাইন মাল্টিমিডিয়া

প্রধান কার্যালয়:
রূপান্তর বাংলা
এল মল্লিক (ষষ্ঠ তলা)
পুরানা পল্টন ঢাকা ১০০০
ইমেইল[email protected]