ময়মনসিংহ থেকে সিরাজুল হক সরকার: ময়মনসিংহের মুক্তাগাছা পদুরবাড়ী এলাকায় রাস্তার ইট খুলে ক্লাবঘর নির্মানের অভিযোগ। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানাযায়, মুক্তাগাছা পদুরবাড়ী বাজারের ১৫০ মিটার পশ্চিমে ময়মনসিংহ -জামালপুর মহাসড়ক থেকে কাতলসার গ্রামের দিকে ইটের তৈরী হেরিংবন রাস্তার প্রায় ৩০ ফুট রাস্তার ইট খুলে নিয়ে রাস্তার পাশেই ক্লাবঘর তৈরী করা হচ্ছে। বিষয়টি প্রকাশ হওয়ার পর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বিভিন্ন প্রেস মিডিয়ার সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়।
এলাকার সূত্রে জানাযায়, স্থানীয় খুশ মামুদের পুত্র রাসেলের নেতৃত্বে রাস্তার ইট খুলে রাস্তার পাশেই তারা একটি ক্লাবঘর তৈরী করে। এতে এলাকার সাধারন মানুষ ও পথচারীরা ক্ষুব্দ হয়। বিষয়টি সাংবাদিকরা জানার পর ঘটনাস্থলে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে রাস্তায় ইট খুলা দেখতে পায় এবং পাশেই ক্লাবঘরে রাস্তার ইট দেখতে পায়। বিষয়টি এলাকায় চাউর হওয়ার পর সোমবার সকালে রাসেলগংরা ১০/১৫ ফুট রাস্তার ইট লাগিয়ে মেরামত করেন।
এলাকাবাসী জানায়, ঐ রাস্তা দিয়ে বড়গ্রাম ইউনিয়নের কাতলসার, মির্জাকান্দা, সৈয়দপাড়া, বাহেজ্ঞা, বনবাড়ীয়াসহ বিভিন্ন এলাকার জনসাধারণের পদুরবাড়ী বাজারে উঠার একমাত্র রাস্তা। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মানুষ যাতায়াত করে থাকে। কি ভাবে সরকারি রাস্তার ইট খুলে ক্লাবঘর বানানোর দুঃসাহস দেখালো তা সাধারণের বুধগম্য নয়।
জানাযায়, একটি প্রভাবশালী রাজনৈতিক দলের ছত্রছায়ায় রাসেল এ কাজ করেছে।