ইউনাইটেড পাওয়ার লিঃ উৎপাদন ৩৫০ থেকে নেমে ৮০ মেগাওয়াটে ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং, জনজীবন অতিষ্ঠ

ময়মনসিংহ থেকে সিরাজুল হক সরকার; ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুতের ভেল্কীবাজি। অস্বাভাবিক লোডশেডিং এ জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ময়মনসিংহ। ময়মনসিংহ জোনের অধীনে ৮টি পল্লী বিদ্যুত সমিতির মধ্যে ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি ১, ২, ৩, জামালপুর পল্লী বিদ্যুত সমিতি, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি, নেত্রকোণা পল্লী বিদ্যুত সমিতি ও শেরপুর পল্লী বিদ্যুত সমিতিসহ মোট ৮টি সমিতির চলতি বছরের শুরুতে বিদ্যুত চাহিদা স্বাভাবিক থাকলেও সেপ্টেম্বর মাস থেকে ময়মনসিংহ জোনের সকল পল্লী বিদ্যুত সমিতির লোডশেডিং মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর মাসের ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত এ জোনের ৮টি সমিতির ৭ দিনের দৈনিক গড় চাহিদা ছিল ১১শ ২০ মেগাওয়াট। কিন্তু বাস্তবে এসব সমিতিতে সরবরাহ করা হয়েছে গড়ে প্রতিদিন ৮শ ৬২ মেগাওয়াট। এ সাতদিনে লোডশেডিং ছিল গড়ে প্রতিদিন ২শ ৫৭ মেগাওয়াট যার গড় ২২%। লোডশেডিং এর কারণে কোন স্থানেই নিয়মিত সার্বক্ষণিক বিদ্যুত সরবরাহ করা সম্ভব হচ্ছে না। লোডশেডিং এ লো ভোল্টেজের কারণে এ জোনের গ্রাহকদের মধ্যে ক্রমাগত অসন্তোষ্টি বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে চরম লোডশেডিং বিশেষ করে জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহের ৩টি ও নেত্রকোণা সমিতির লোডশেডিং ৩ কর্মদিবসে খুবই খারাপ পর্যায়ে। এ অবস্থায় গ্রাহক অসন্তোষ্টি দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিদ্যুত সরবরাহের উন্নতি না হলে শারদীয় দুর্গোৎসবে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্র গত ২৮/০৯/২০২৫ ইং তারিখ বিদ্যুত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বরাবরে বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং ও লো ভোল্টেজের সমাধান কল্পে একপত্র দিয়েছেন।
এদিকে ইউনাইটেড পাওয়ার লিঃ ৩৫০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের জন্য স্থাপিত হলেও বাস্তবে উৎপদান ক্ষমতা ৮০ থেকে ৯০ মেগাওয়াট। যে কারনে তারা তাদের প্রতিশ্রুতি মোতাবেক বিদ্যুত উৎপাদন করতে না পারায় সরবরাহ করতে পারছে না। যদি জাতীয় গ্রিড থেকে এ অঞ্চলে বিদ্যুত বরাদ্দ বৃদ্ধি করা হয় তাহলে পল্লী বিদ্যুত গুলোর বিদ্যুত সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এব্যাপারে সংশ্লিষ্ট সমিতি গুলোর দাবি জনস্বার্থে জাতীয় গ্রিড থেকে বিদ্যুত সরবরাহ বৃদ্ধি করে আশু বিদ্যুত ঘাটতি সমাধান করা সম্ভব।