মিথ্যা ভুয়া বানোয়াট সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ ও স্পষ্টীকর
মাধ্যম রূপান্তর বাংলা —
আমি কাজী হাবিব উল্লাহ রানা, পিতা-কাজী বশির আহমেদ,সিনিয়র যুগ্ম সম্পাদক,
দিঘিনালা উপজেলা বিএনপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
এই মর্মে জানাচ্ছি যে সম্প্রতি দৈনিক সময়ের কণ্ঠ নামে একটি ভুয়া অনলাইন সংবাদ সাইটে “বিএনপি নেতা রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী” শিরোনামে গত ৭ আগস্ট ২০২৫ রোজ- মঙ্গলবার একটি খবর প্রকাশ করা হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।
আমি স্পষ্টভাবে জানাচ্ছি,
আমার বিরুদ্ধে উল্লিখিত সব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই,
আমি কোনো ধরনের চাঁদাবাজি, মামলা বাণিজ্য বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি বা পরোক্ষ ভাব আমার কোনো সম্পৃক্ততা নেই,
আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে, পাহাড়ি বাঙালির নয়নের মনি জননেতা ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের নেতৃত্বে
তারেক রহমানের আদর্শ ও নির্দেশনা মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে দলীয় দায়িত্ব পালন করে আসছি।
দুঃখের বিষয়, ‘দৈনিক সময়ের কণ্ঠ’ নামে ভুয়া অনলাইন সাইটটি বাংলাদেশ সরকারের নিবন্ধিত কোনো সংবাদপত্র নয়। সরকারি তথ্য অনুযায়ী, ৩৩৩০টি নিবন্ধিত পত্রিকার মধ্যে “দৈনিক সময়রের কণ্ঠ” নামে কোনো পত্রিকা নেই। সুতরাং, এই তথাকথিত ওয়েবসাইটের উদ্দেশ্য হলো আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং দলীয় নেতৃত্বের সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করা।
আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি
উক্ত মিথ্যা ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে তদন্তমূলক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য। এবং যারা এই অপপ্রচার চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক।
আমি আবারও উক্ত ভুয়া মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি, উক্ত সংবাদ ওয়েবসাইট হইতে প্রত্যাহার করা না হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিব।
পরিশেষে আমি দিঘিনালা উপজেলা বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণকে অনুরোধ করছি—
কোনো ভুয়া সংবাদে বিভ্রান্ত না হয়ে এবং ভবিষ্যতেও আমার রাজনৈতিক অবস্থান ও জনপ্রিয়তাকে লক্ষ্য করে একই ধরনের ভুয়া সংবাদ ছড়ানোর অপচেষ্টা হতে পারে।এমন কোন বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস না করে সত্য যাচাই করে মতামত দিন। আমি সত্যের পথে আছি এবং সবসময় দলের মর্যাদা ও জনগণের বিশ্বাস রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আমি আবারো ঘোষণা করছি পাহাড়ি বাঙালির নয়নের মনি জননেতা জনাব ওয়াদুদ ভূইয়া মহোদয়ের নেতৃত্বে
বিগত দিনে যে কোন আন্দোলন সংগ্রামে সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
কাজী হাবিব উল্লাহ রানা -সিনিয়র যুগ্ম সম্পাদক
দিঘিনালা উপজেলা বিএনপি -খাগড়াছড়ি পার্বত্য জেলা।