ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধভাবে অন্যের জমিতে ঘর উঠানোর চেষ্টা। জমির মালিক বাঁধা দিলে তাকে ও তার স্বামীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার মানকোন ইউনিয়নের বাদেমাঝিরা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ রুজিনা বেগম ও তার দুই কন্যার নামে দলিল মূলে ক্রয় করা সম্পত্তি যার খতিয়ান নং-এস.এ-১৭, বিআরএস-৯৯, হাল-২৫-৪৮৬, হাল দাগ নং-৫০৪, জমির পরিমাণ-২৬ শতাংশ। উক্ত সম্পত্তিতে তাহার ভাসুর রবিউল ইসলাম ও তার ছেলেরা দীর্ঘদিন যাবত জোরপূর্বক জমি দখল করে ঘর উঠানোর পায়তারা করতেছে।
এ ব্যাপারে মোছাঃ রুজিনা আক্তার ময়মনসিংহ বিজ্ঞ অতিরিক্ত জেলা আদালত ময়মনসিংহ মামলা দাখিল করে। যার নং-১৩৩২/২০২৫, তারিখ-২৮/০৯/২০২৫ ই। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত উক্ত জমিতে উল্লেখিত বর্তমান দখলকার অক্ষুন্ন রেখে কোন পক্ষদ্বয় বিরোধীয় সম্পত্তির বিষয়াদী নিয়ে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কাজ করিলে সেই পক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু গতকাল বুধবার সকাল ৭টায় বিবাদীরা আদালতের নির্দেশ অমান্য করে উক্ত জমিতে অবৈধভাবে প্রবেশ করে মাটি খনন করে ঘর নির্মাণের পায়তারা চালায় এতে বাদী মোছাঃ রুজিনা বেগম ও তার স্বামী শফিকুল ইসলাম বাধা দিতে গেলে বিবাদী রফিকুল ইসলাম মাজাহারুল ইসলাম, মাজেদা বেগম, ফাতেমা খাতুন গংরা তাদের উপর আক্রমন করে গুরুত্বর আহত করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার মুক্তাগাছা হাসপাতালে চিকিৎসা করান। পরে মোছাঃ রুজিনা বেগম বাদী হয়ে মুক্তাগাছা থানায় অভিযোগ দায়ের করেন। বর্তমানে মোছাঃ রুজিনা বেগম ও তার স্বামী সন্তানেরা নিরাপত্তাহীনতায় ভূগছে। এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।