ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সৈয়দপাড়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের ৫ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটির সভাপতি ও তার স্ত্রী সহ একই পরিবারের চার জনের নাম থাকার বিষয়টি প্রকাশ্যে আসায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এ নিয়ে এলাকার সাধারণ জনগণ ও ছাত্র অভিভাবকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এ ঘটনার নাটের গুরু হিসেবে প্রধান শিক্ষককে দায়ী করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, স্কুলের ৫টি শূণ্যপদে জনবল নিয়োগ দেয়ার হীন প্রচেষ্টায় অতিগোপনে প্রধান শিক্ষক নিজ আস্থাভাজন লোক দিয়ে কমিটি করেছেন। যাহাতে সামনের নিয়োগ বাণিজ্য বিনা বাধায় করতে পারেন।
এলাকার ছাত্র অভিভাবক কাছ থেকে জানা যায়, স্কুল ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী তার নিজস্ব আস্থাভাজন ৫ জনের নাম দিয়ে কমিটি প্রস্তাব বোর্ডে পাঠানোর জন্য উপজেলা শিক্ষা অফিসে দাখিল করেন। বিষয়টি প্রকাশ হওয়ার পর ছাত্র অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ শিক্ষা অফিসে গিয়ে মৌখিকভাবে অভিযোগ জানান। ঘটনা জানার পর উপজেলা শিক্ষা অফিসার কমিটির কাগজপত্র বোর্ডে প্রেরণ করা স্থগিত রাখেন। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর আগস্ট মাসে কমিটি অনুমোদন হয়েছে বলে এলাকাতে প্রকাশ পায়। কমিটির সভাপতি হারুন অর রশিদ, সদস্য তার স্ত্রী উম্মে সাইফুন, সদস্য উম্মে সাইফুনের চাচা সহকারী শিক্ষক জামাল উদ্দিন এবং সদস্য উম্মে সাইফুনের ছোট ভাইয়ের স্ত্রী ফারজানা ইয়াসমীন অর্থাৎ সভাপতি শ্যালকের স্ত্রী। বাহিরের শুধু ভাগ্যবান একজন তার নাম সিরাজুল ইসলাম। ৫ সদস্যর কমিটিতে একই পরিবারের চার জনের নাম থাকা নিয়ে এলাকায় সুধী মহলে ব্যপক সমালোচিত হচ্ছে। এলাকার সাধারণ মানুষ ও ছাত্র অভিভাবকদের বক্তব্য স্কুলে ২/৩’শ ছাত্র-ছাত্রী অভিভাবক ও পূর্ণ শিক্ষক স্টাফ রয়েছে। প্রধান শিক্ষক সভাপতি সহ প্রায় সকল সদস্য একই পরিবারের লোকের নাম কি করে কমিটিতে দিলেন তাহা বোধগম্য নয়। এলাকাবাসী এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ করেছেন। এলাকাতে একটি বিষয় চাউর আছে স্কুলে ৫টি কর্মচারীর পদ শূণ্য রয়েছে এসব পদে নিয়োগ বাণিজ্যের জন্য ইতিমধ্যে প্রধান শিক্ষক চাকুরী প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বসে আছেন। নাম প্রকাশে অনেচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি বিষয়টি জানিয়েছেন। বিষয়টি এখন এলাকার ওপেন সিক্রেট।
এ ব্যপারে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে গিয়ে বিদ্যালয় পরিদর্শক সরকারী কাজে বাহিরে থাকায় উক্ত কার্যালয়ের উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন এর সাথে কথা হলে তিনি জানান, গত ১০/০৭/২০২৫ ইং তারিখ স্কুলের ম্যানেজিং কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ কমিটিতে আমাদের কোন হাত নেই। জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশের ভিত্তিতে কমিটি অনুমোদন দেওয়া হয়ে থাকে।
অভিভাবকসহ এলাকাবাসীর দাবী উক্ত কমিটি তদন্তপূর্বক বিলুপ্তি করে সরকারী বিধি মোতাবেক গঠন করা হোক এবং প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ ব্যাপারে এলাকাবাসী ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছেন।