সীতাকুণ্ডে ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মো: শাহাদাত হোসেন নোমান, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

“সড়ক নয় মৃত্যুর ফাঁদ,চাই ফুটওভার ব্রিজের সাধ” শিক্ষার্থী ও এলাকাবাসীদের ঝুকিমুক্ত নিরাপদে রাস্তা পারাপারের জন্য সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এই মানববন্ধনে সার্বিক সহযোগীতা করে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) সীতাকুণ্ড উপজেলা শাখা।

ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে বলেন, সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজ শেখপাড়া এলাকায় সামনে ফুটওভারব্রিজ নির্মাণের কথা একাধিকবার বলা হলে ও তা বাস্তবায়ন হয়নি। অথচ এই সড়ক ঘিরেই রয়েছে অসংখ্য সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন। নেই কোনো পুলিশ বক্স, নেই জেব্রা ক্রসিং, নেই ন্যূনতম নিরাপত্তাব্যবস্থা।

তাদের ভাষায়, দ্রুতগতির মোটরসাইকেল, প্রাইভেট কার ও বাস-ট্রাকের ধাক্কায় একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছে। গত ৫ অক্টোবর বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজে শিক্ষক দিদারুল আলম চৌধুরী মৃত্যু হয়। প্রশাসনের হিসাব অনুযায়ী, চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড এই ৪২ কিলোমিটার অংশে প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা প্রাণ হারাচ্ছে অসংখ্য সাধারণ মানুষ।গত ছয় মাসে প্রাণ হারিয়েছে প্রায় ৬০ জনের মতো। আহত হয়েছেন অসংখ্য মানুষ।

প্রাণ হারানোদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, প্রবাসী, দিনমজুর ও চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ। কিন্তু কার্যকর পদক্ষেপের অভাবে সড়কটি আজ বিভীষিকাময় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

মানববন্ধনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আরও প্রাণ যাওয়ার আগে অবিলম্বে ফুটওভারব্রিজ নির্মাণ, জেব্রা ক্রসিং স্থাপন ও ট্রাফিক ব্যবস্থাপনার নিশ্চয়তা দিতে হবে। নইলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।”