শিলছড়ি দারুল সুন্নাহ নূরানী মাদ্রাসায় উন্নয়নমূলক কাজ চলছে

রুপান্তর বাংলা, কাপ্তাই সংবাদদাতা—রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় অবস্থিত শিলছড়ি দারুল সুন্নাহ নূরানী মাদ্রাসাতে চলছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ। এলাকার তরুণ ও যুব সমাজ নিজেদের উদ্যোগে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে (ফ্রিতে) এই ধর্মীয় প্রতিষ্ঠানের কাজ পরিচালনা করছে, যা এলাকায় প্রশংসার সৃষ্টি করেছে।

মাদ্রাসার উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণকারী তরুণরা বলেন, “আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি, এটি আমাদের ইমানি দায়িত্ব বলে মনে করি।”

এসময় এলাকার উৎসাহদাতা রফিকসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থেকে তরুণদের এমন উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, “তরুণ সমাজ যদি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এমনভাবে এগিয়ে আসে, তাহলে সমাজে নৈতিকতা ও ঐক্য আরও বৃদ্ধি পাবে।”

স্থানীয়রা জানান, সম্প্রতি মাদ্রাসার সংস্কার, প্রাচীর নির্মাণ ও শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ চলছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, শিগগিরই মাদ্রাসাটি একটি আদর্শ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।