স্টাফ রিপোর্টার রাঙ্গামাটি রূপান্তর বাংলা—আজ ১৮ অক্টোবর-২০২৫ শনিবার সকাল ১১টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির অস্থায়ী কার্যালয়, আরপি-৪২, শুভ্রা ভিলা, রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকা,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চ সমর্থিত রাঙামাটি-২৯৯ আসনের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠক ও রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লবী নারী জুঁই চাকমা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালিন বিপ্লবী নারী জুঁই চাকমা বলেন, গণ-অভ্যুত্থানের আকাংখ্যা বাস্তবায়ন ও নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে আমাদের পার্টি কাজ করে যাচ্ছে। আপনারা দেখেছেন গতকাল (১৭ অক্টোবর-২০২৫) আমাদের পার্টি ঐকমত্য বাংলাদেশ বির্নিমানে তারুণ্যের রক্তে ভেজা ঐতিহাসিক দলিল ” জাতীয় জুলাই সনদ-২০২৫ ” এ স্বাক্ষার করেছে।
তিনি বলেন, আমাকে রাঙামাটি-২৯৯ আসনের ভোট বা জনগণ সংসদ সদস্য পদে দায়িত্ব পালনের সুযোগ দিলে আমি সাংবাদিক বন্ধুদের সাথে নিয়ে সকলের মতামতের ভিত্তিতে সম্প্রীতির রাঙামাটি গড়ার লক্ষ্যে কাজ করে যাবো।
রাজনৈতিকভাবে রাঙামাটির জনগণ দীর্ঘদিন ধরে হাতে গুণা ২-৩টি পরিবারের কাছে জিম্মি হয়ে আছে।
আমি এবং আমার পার্টি গণতন্ত্রে বিশ্বাসী,জনগণ আগামীর ঐক্যমত্যর বাংলাদেশে রাঙামাটিতে কোন পেশীশক্তি প্রয়োগ করে কোন প্রভু সংসদ সদস্য হিসাবে দেখতে চায় না।
জুঁই চাকমা বলেন, আমি নিজে খেটে খাওয়া মেহনতি মানুষের রাজনীতি করি, জনগণ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচলে তাদের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে ভোট দিয়ে পাঠালে আমি রাঙামাটি জনগণের একজন সেবক হয়ে কাজ করে যাবো।
তিনি আরো বলেন, রাঙামাটির জনগণ যদি আমাকে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়, আমি রাঙামাটিতে কাপ্তাই হ্রদ ভিত্তিক পর্যটন শিল্প গড়ে তোলব, হাজার-হাজার শিক্ষিত বেকার, অর্ধশিক্ষিত বেকার যুবসমাজ আর চাকুরী পিছনে ঘুরতে হবেনা। রাঙামাটির কোন নারী-পুরুষ কোম্পানীর চাকুরী প্রিয়জনদের ছেড়ে বাইরে জীবণ যাপন করিতে হবেনা।
দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে জেলায় পর্যটনশিল্পের বিকাশ ঘটিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
দেশ বদলাতে হলে সবার আগে আমাদের নিজেদের বদলাতে হবে।
জুঁই চাকমা আরো বলেন, পাহাড়ে বিগত বছরে নারীর ক্ষমতায়ন কেবল কাগজে-কলমে ছিলো, আমার পার্টি প্রগতিশীল এক রাজনৈতিক পার্টি, একারণে আমাকে দায়িত্ব দেয়া হলে আমি বাস্তবে পাহাড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে উভয় জনগোষ্ঠীর জন্য কাজ করে যাবো।
তিনি বলেন, ঐক্যমতের বাংলাদেশে পাহাড়ের সকল অংশিজনদের নিয়ে আমরা সকল জনগোষ্ঠীর প্রতি সুষমবন্টনের মাধ্যমে নতুন একটি রাঙামাটি পার্বত্য জেলার গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি।
এছাড়া কাপ্তাই হ্রদ ড্রেজিং, পার্বত্য এলাকার মানুষের বিদ্যুৎ চাহিদা পুরণ ও কাপ্তাই হ্রদের মাছের চাহিদা পুরণসহ পর্যটন বান্ধব একটি রাঙামাটি শহর গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।
এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও সদর উপজেলা কমিটির সভাপতি অমর চাকমা, জেলার যুব সংহতির সদস্য সচিব সাইমুন ইসলাম, পার্টির বন্ধু সংগঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্যামল চৌধুরী ও রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়া গণ-অভ্যুত্থানের আকাংখ্যা বাস্তবায়ন ও নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে ২৪ অক্টোবর-২০২৫ শুক্রবার ঢাকা সমাবেশ ও গণমিছিল এর লিফলেট আজ ১৮ অক্টোবর-২০২৫ শনিবার সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত রাঙামাটি শহরের কলেজ গেইট থেকে রাজবাড়ী এলাকা পর্যন্ত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির পক্ষ থেকে জনসাধারনের মধ্যে বিতরণ করা হয়।
এতে পার্টির জেলা ও রাঙামাটি সদর উপজেলা কমিটির নেতৃবৃন উপস্থিত ছিলেন ।