জাহাঙ্গীর, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-
আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক খোঁজখবর, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং ফোর্সের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে গত ১৮ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. এস এম ফরহাদ হোসেন মহোদয় লংগদু থানা এবং বাঘাইছড়ি সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ পরিদর্শনে পার্বত্য এলাকার পুলিশিং কার্যক্রমে নতুন উদ্দীপনা ও দিকনির্দেশনা যুক্ত হয়েছে।
পুলিশ সুপার মহোদয় লংগদু থানায় পৌঁছালে তাঁকে উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) জনাব মাহমুদুল হাসান এবং লংগদু থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদ। পরে থানার একটি চৌকস দল পুলিশ সুপারের সম্মানে সুশৃঙ্খলভাবে গার্ড অব অনার প্রদান করে, যা ফোর্সের শৃঙ্খলা ও
পেশাদারিত্বের পরিচায়ক।
পরিদর্শনকালে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয় লংগদু থানা এবং বাঘাইছড়ি সার্কেল অফিসের সার্বিক প্রশাসনিক কার্যক্রমের পুঙ্খানুপুঙ্খ তদারকি করেন। তিনি ফোর্সের কল্যাণ, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের মান উন্নয়ন বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে পুলিশ সদস্যদের প্রতি জনগণের আস্থা বৃদ্ধির জন্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। তিনি জোর দেন যে, পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনগণের সেবায় পুলিশকে সবসময় প্রস্তুত থাকতে হবে।
বিশেষ করে, দুর্গম পার্বত্য এলাকায় কর্মরত পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা এবং মনোবল বৃদ্ধির উপর গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, একটি সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশ বাহিনী তৈরির জন্য নিয়মিত কল্যাণমূলক কার্যক্রম অপরিহার্য। পাশাপাশি, দাপ্তরিক সকল কার্যক্রমে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করার জন্যও তিনি নির্দেশনা দেন।
প্রশাসনিক রেজিস্টার পরিদর্শন ও স্বাক্ষর প্রদান
পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার মহোদয় থানার বিভিন্ন প্রশাসনিক রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র ঘুরে দেখেন। এসব রেজিস্টারের যথাযথ রক্ষণাবেক্ষণ ও হালনাগাদকরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। সকল পর্যবেক্ষণ শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদান করেন।
এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) জনাব মাহমুদুল হাসান, লংগদু থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদ সহ থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে।
পুলিশ সুপারের এই বার্ষিক পরিদর্শন লংগদু থানা ও বাঘাইছড়ি সার্কেল অফিসের কর্মকর্তা ও ফোর্সের মধ্যে কর্মস্পৃহা ও উদ্দীপনা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। তাঁর দিকনির্দেশনা এই অঞ্চলে পুলিশের প্রশাসনিক দক্ষতা, জনগণের প্রতি দায়িত্ববোধ ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।
