রূপান্তর বাংলা।
নিউজ এডিটর, শাহিন আহমেদ।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ধার নেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জোবায়ের হোসেন (৩৩) শুক্রবার কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, জোবায়ের হোসেন উপজেলার সাতানীপাড়া এলাকার মো. ফজলুর হকের ছেলে। তার সঙ্গে একই এলাকার,মাদক ব্যবসায়ী মো. মেহেদী হাসান (৩২)-এর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এ সুবাদে মেহেদী হাসান প্রায় এক বছর আগে জোবায়েরের কাছ থেকে ৩০,০০০ টাকা ধার নেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তিনি নানা টালবাহানা শুরু করেন।
জোবায়ের হোসেন অভিযোগে উল্লেখ করেন, গত ১৩ অক্টোবর বিকেলে সাতানীপাড়ার পূর্বপাড়া এলাকায় সমাজের কয়েকজনের উপস্থিতিতে তিনি মেহেদীর কাছে ধার নেওয়া টাকা ফেরত চান। এ সময় মাদক ব্যবসায়ী, মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং ধার শোধ না দিয়ে উল্টো মারধর করে আহত করেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘটনার পর তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। হামলার ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”