সীতাকুণ্ডে কুমিরায় নকল আইসক্রিম ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ অভিযান ও জরিমানা

মো: শাহাদাত হোসেন নোমান , সীতাকুণ্ড চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরির কারখানায় অভিযান চালিয়ে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় বিএসটিআই অফিস ও সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের যৌথ সমন্বয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কুমিরা এলাকায় অবৈধ ভাবে আইসক্রিম তৈরির কারখানাতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানের খবর পেয়ে কারখানার মালিক পালিয়ে যায়।

বিএসটিআই সূত্রে জানা যায় , বিএসটিআই এর মান সনদ গ্রহণ ব্যতীত দীর্ঘদিন ধরে একটি বেনামীয় আইসক্রিম কারখানা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ব্রান্ডের নকল আইসক্রিম পণ্য উৎপাদন করে আসছিলো। গোপন সংবাদ পেয়ে অভিযান করে, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে উৎপাদন, সংরক্ষণ, বিক্রি ও বিতরণ করায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।। এছাড়াও ১০০ কার্টুন কাপ ও বার আইসক্রিম এবং ২০০ প্যাকেট আইসললি পণ্য জব্দপূর্বক জনসম্মুখে তা ধ্বংস করা হয় ।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অবৈধ ভাবে আইসক্রিম তৈরি করা হচ্ছিলো। অভিযান চালিয়ে জরিমান ও ক্ষতিকর দ্রব্যাদি ধ্বংস করা হয়েছে। এইধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রাম সহকারী পরিচালক (সিএম) রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম), প্রকৌ: মো: মাহফুজুর রহমান এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ: সজীব চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।