ইটভাটায় লোক দেখানো অভিযান পরিচালনা করে আসার পথে এলাকাবাসীর বাঁধা

ময়মনসিংহ–প্রতিনিধি;।ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ৮নং দাঁওগাও ইউনিয়নের সামানিয়া মোড়ে মদিনা ইটভাটা ভেঙ্গে ফেরার পথে এলাকাবাসীর বাঁধার মুখে পড়ে ভ্রাম্যমান আদালত। তারা দাবী করেন পাশেরও অবৈধ ইটভাটা ভাঙ্গার। পরে সেখানেও অভিযান চালায়। কিন্তু শ্রমিকদের বাধার মুখে অভিযান অসমাপ্ত রেখে ফেরত আসে মোবাইল কোর্ট।
গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলার পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন মুক্তাগাছার যৌথ উদ্যোগে মুক্তাগাছার কাঠবওলার সামানিয়া মোড়ে মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনা’র নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বর্ণিত আইনের ধারা ৫(২) ও ৮(৩) এর ব্যত্যয় ঘটিয়ে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন, পরিচালনার অপরাধে মেসার্স মদিনা ব্রিকস নামক ইটভাটার চিমনিসহ দেয়াল ভেঙ্গে সম্পূর্ণরূপে গুড়িয়ে দেয়া হয় এবং একইসাথে ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।
এদিকে মোবাইল কোর্টের অভিযান শেষে ফেরার কালে মদিনা ব্রিকসের মালিক তার সঙ্গীয়রা গাড়ীবহর আটক করে প্রতিবাদ জানায়। প্রতিবাদ কারী ইট ভাটার মালিক নজরুল মেম্বার, মজনু, মহিবর সরকার সহ একাধিক মালিক জানান, ময়মনসিংহ নওমহল এলাকার বাসিšদা জনৈক বাবুল সরকার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার ইন্ধনেই তিনদিন আগে ম্যাজিস্ট্রেট মাস্টার ইটভাটায় ৭৫ হাজার টাকা জরিমানা করে। তারা আরও জানায়, উপজেলা নির্বাহী অফিসারকে ৫লক্ষ টাকা দেয়া হয় ম্যানেজ করার জন্য। আমাদের ইটভাটা পরিবেশবান্ধব। এলাকাবাসীর কোন অভিযোগ নাই। যিনি অভিযোগ করেছেন তিনি আওয়ামীলীগের পৃষ্টপোষক। তার ভাটার গাড়ী দিয়ে এলাকায় ৬টি হত্যাকান্ড ঘটিয়েছে। এর কোন বিচার কেউ পায়নি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা আক্তার লুনা জানান, মদিনা ইটভাটা ভাঙ্গার পর ফেরারকালে আরেকটি ই্টভাটার লোকেরা বাঁধা দেয় যে এটাও ভাঙতে হবে। সেটার কাগজ দেখে ভাঙতে গেলে এ সময় জনতা গাড়ীর সামনে শুয়ে বাঁধা প্রদান করে। পরে মালিকদের সাতদিনের আল্টিমেটাম দেয়া হয়। নিজ উদ্যোগে ভাটা সরিয়ে নিতে হবে। অন্যথায় আবারও অভিযান চালানো হবে।
মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন, পরিদর্শক রোকন মিয়া, সহকারী পরিচালক আল মাহমুদসহ মুক্তাগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।