ময়মনসিংহ থেকে সিরাজুল হক সরকার: ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুফতি সিরাজুল ইসলামের সমর্থনে মুক্তাগাছায় মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের সরকারি আরকে হাইস্কুল মাঠ থেকে শো-ডাউনটি যাত্রা শুরু করে। এরপর এটি মনতলা, ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাড়সক হয়ে উপজেলার শেষ সীমান্ত রসুলপুরে গিয়ে শেষ হয়।
শো-ডাউনে প্রায় চার’শ মোটরসাইকেল ও তিনটি পিকআপসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলনসহ অঙ্গসংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন।
এ সময় ছাদখোলা গাড়িতে থাকা সংসদ সদস্য প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম রাস্তার দুই পাশের সাধারণ মানুষের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
শো-ডাউন শেষে পথসভায় মুফতি সিরাজুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে ময়মনসিংহ-৫ আসনে প্রার্থী করেছে। দেশ ও জনগনের স্বার্থে ৮ দলীয় জোট এ আসনে ১০০% আমাকেই মনোনীত করবে বলে আমি আশাবাদী।
পথসভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি ডা. রুহুল আমিন, বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক, সহ-সভাপতি মাওলানা রোকন উদ্দিন ও হাফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলিম, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা আবু রাসেল, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আল-আমিন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
