দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মোঃ আব্দুস সামাদ গুরুতর আহত।

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মোঃ আব্দুস সামাদ গুরুতর আহত

ফরহাদ আলম, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর জেলা বিএনপি’র মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক জনাব মোঃ আব্দুস সামাদ- আজ ২রা ডিসেম্বর ২০২৫, এক মারাত্মক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। দিনাজপুরের চুনিয়াদিঘী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার ফলে তাঁর ডান হাতটি মারাত্মকভাবে ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষতের সৃষ্টি হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও দলীয় কর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরা তাঁকে দেখতে গেছেন। জনাব আব্দুস সামাদ তাঁর দ্রুত আরোগ্যের জন্য দলমত নির্বিশেষে সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।