ন্যায় বিচার উপেক্ষিত বিচারের বাণী নীরবে কাঁদে

ময়মনসিংহ প্রতিনিধি: জমির প্রকৃত মালিক হয়েও ন্যায় বিচার থেকে বঞ্চিত। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ২নং বড়গ্রাম ইউনিয়নের নরকোনা গ্রামের এক হতদরিদ্র ব্যক্তি ইব্রাহিম খলিল। ৩৫ বছর পূর্বে জমি ক্রয় করে ভোগদখল করে আসছে। সম্প্রতি একটি মহল উক্ত জমির সীমানা ঘিরে কুটকৌশল করে ইব্রাহিমের জমি দখল এবং তার রুপিত বড় তিনটি গাছ দাবী করে তাকে গাছ বিক্রিতে বাঁধার সৃষ্টি করছেন।

জনা যায়, স্থানীয় ফয়েজ উদ্দিনের ছেলে মজিবুর রহমান এলাকায় প্রভাব সৃষ্টি করে তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। বর্তমানে সে নিরাপত্তাহীনতায় ভুগছে।

সূত্রমতে, ইব্রাহিম খলিল উক্ত জমি ক্রয় করে একটি দোকান ঘর উঠিয়ে ক্ষুদ্র ব্যবসা করে আসছিল। ৩৫ বছর পূর্বে দোকানের পাশে কয়েকটি রেইন্ট্রি গাছ লাগিয়েছিল দির্ঘদিন পর গাছগুলো বড় হয়। টাকার প্রয়োজনে তিনটি গাছ বিক্রি করে। কিন্তু বাধসাধে মজিবুর রহমান সে গাছ বিক্রিতে বাঁধা দেয়। ইব্রাহিমের জমিতে যে গাছ আছে সে গাছ দাবী করে। প্রকৃত পক্ষে বিআরএস দাগ নং ১০৬১ তে গাছের অবস্থান এবং জমির মালিক ইব্রাহিম খলিল। ইব্রাহিম তার জমিতে গাছ রুপন করেছে। এ নিয়ে এলাকায় একাধিক শালিস হয়, থানায় অভিযোগ হয় এমনকি আদালতে মামলাও হয়েছে। প্রতিটি জয়গা থেকে ইব্রাহিম খলিল এর পক্ষে রায় হয়েছে। কিন্তু এলাকায় প্রভাব খাটিয়ে মজিবুর রহমান নিরীহ ইব্রাহিমকে হয়রানীসহ বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে এবং গাছ বিক্রি করতে বাঁধা দিচ্ছে।

এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।