ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই অন্য দিক দিয়ে দোকান লুটপাট

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তারাকান্দা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আশরাফুল আলম গং সহ ১৪ দোকান মালিকের।

অন্যদিকে ব্যবসায়ী ফারুক মিয়া জানান , তার দোকান থেকে ৩ লক্ষ টাকার মালামাল লুটপাট করা হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে তারাকান্দা মধ্যবাজার দ্বিতীয় গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত প্রায় ৪টার দিকে হেলাল মিয়ার জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের সূত্রপাত নিয়ে রয়েছে নানান জল্পনা কল্পনা। একাধিক ব্যক্তিরা জানান, সম্ভবত কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটতে পারে। অনেকেই জানান, বিদ্যুতের শর্ট সার্কের থেকে আগুনে সূত্রপাত।

ফুলপুর ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পেয়ে একটি দল ঘটনাস্থলে পৌঁছায় ভোর ৫টায় পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর জানতে পেরে, তারাকান্দা সেনাবাহিনীর একটি চৌকস টিম পরিদর্শন করে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের জীবনের সব পুঁজি ও পণ্য পুড়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব। দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা চেয়েছেন।

তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান,ঘটনাস্থল তারাকান্দা সরকারি কমিশনার ভূমি এস এম নাজমুস সালেহীন সহ তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে।

জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠানো হবে বিধি মোতাবেক তাদেরকে সহযোগিতা করা হবে। তবে দোকান লুটপাটের বিষয়টি তিনি অবগত না, যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।