ময়মনসিংহে বিভাগীয় বইমেলা শুরু ১২ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ–ময়মনসিংহে আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা–২০২৫। টাওন হল প্রাঙ্গণে আয়োজিত এ বইমেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। বিভাগীয় প্রশাসন , সংস্কৃতিক মনত্এনালয়ের ও জাতীয় গ্রন্থকেন্দ্র যৌথভাবে মেলা আয়োজন করছে।
আয়োজক সূত্রে জানা গেছে, বইমেলার মাধ্যমে বইপাঠের অভ্যাস পুনরুজ্জীবিত করা, নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলা এবং জনমানুষের মাঝে জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
বইমেলা উপলক্ষে ১০ ডিসেম্বর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী ।
মেলায় মোট ১০টি সরকারি ও ৬২টি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। থাকবে মোট ৭২টি স্টল। প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হবে আলোচনা সভা, সেমিনার, কবিতা আবৃত্তি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, শিশুকিশোর প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতিদিন রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
জেলা ও বিভাগীয় বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।