শ্রেষ্ঠ জয়িতা’ সম্মাননা পেলেন তারাকান্দার পাঁচ নারী

তারাকান্দা (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পর্যায়ে জয়িতা অন্বেষণে বাংলাদেশ ২০২৫ সালের শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। পাঁচটি ক্যাটাগরিতে পাঁচ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১২ টায় তারাকান্দা উপজেলা মিলায়াতনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে বিজয়ী শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মানিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। আর নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। নারীরা অধিকার নিশ্চিত করেছেন। স্বাধীনতা সংগ্রামে নির্যাতিত নারীদের বীরাঙ্গনা উপাধি দিয়ে সংবিধানের মাধ্যমে নারীদের অধিকার নিশ্চিত করেছেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ার শীর্ষে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ নাজমুস সালেহীন ,কৃষি কর্মকর্তা অনুরমা কাঞ্চি সুপ্রভা শাওন, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃলুৎফর রহমান ,প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, পরিবার ও পরিকল্পনা অফিসার ডাঃ অভিজিত লৌহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ প্রমুখ।