ফিরোজ খান বিশেষ প্রতিনিধি নোয়াখালী– নোয়াখালী কোম্পানীগঞ্জের,দক্ষিণ রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযত মর্যাদায় পালিত হয়নি মহান বিজয় দিবস ২০২৫।
সরেজমিনে গিয়ে দেখা যায়,মঙ্গলবার ১৬ ই ডিসেম্বর ২০২৫ দুপুর (১)টায় বিদ্যালয়টির পতাকা দন্ডে পতাকা নেই।
মহান বিজয় দিবস উদযাপনের বিষয়ে স্থানীয়দের নিকট থেকে জানা যায়,বিদ্যালয়টিতে আজ ছাত্র-ছাত্রীর উপস্থিতিও তেমন দৃশ্যমান নয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, আমার ছেলেকে এ বিদ্যালয় হতে অন্যত্র ভর্তি করিয়েছি, পড়ালেখার মান নেই বললেই চলে। ৯ টায় বিদ্যালয় শিক্ষকদের উপস্থিতি থাকার কথা থাকলেও (১১) টায়ও কোনো কোনো শিক্ষক আসেন। প্রায়ই নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে শিক্ষকরা চলে যান।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা পলি বেগমের মুঠোফোনে উক্ত বিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলে,তিনি ফোন রিসিভ করেননি।
পরবর্তীতে সহকারী শিক্ষককে ফোন করে বিদ্যালয় আনার পর,পতাকা উত্তোলন করা হয়।এরপরে প্রধান শিক্ষিকা বিদ্যালয় আসলে, এ প্রতিবেদককে তিনি জানান পাঁচ থেকে ছয় জন ছাত্রছাত্রী ১৬ই ডিসেম্বর উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে আসে।ছাত্রছাত্রীরা তেমন বিদ্যালয়ে উপস্থিত হয় না।পতাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আজ আমি বিদ্যালয়ে আসিনি।অন্যান্য শিক্ষকরা বিদ্যালয়ে এসেছেন। বিদ্যালয় হতে যাওয়ার সময় পতাকা নামিয়ে চলে গিয়েছেন। স্থানীয়দের অভিযোগ বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি তেমন নেই,শিক্ষকরা ও ঠিকমতো পাঠদান করার না। স্থানীয়রা উপজেলা এবং জেলা শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। উক্ত বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করলে তিনি বলেন অতি শীঘ্রই আমি ব্যবস্থা গ্রহণ করছি।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
