ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে মুক্তাগাছায় জয়বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় হট্টগোলের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ হট্টগোলের ঘটনা ঘটে। তবে প্রশাসনের তৎপরতায় অনুষ্ঠানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জানা যায়, মুক্তাগাছা উপজেলা প্রশাসন বিজয় দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে অনুষ্ঠান ভালভাবেই চলছিল। মুক্তিযোদ্ধা বসির উদ্দিন তার বক্তব্যের মাঝখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা বর্ণনা করতে গিয়ে জয়বাংলা জয়বঙ্গবন্ধু বলেন এবং মুক্তাগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোয়াজ্জেম হোসেন তাদের বক্তব্য শেষে জয়বাংলা জয় বঙ্গন্ধু স্লোগান দেয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত এনসিপি ও বিএনপির নেতাকর্মীরা তার তীব্র প্রতিবাদ জানালে হট্টগোল বাধে। পরে উপজেলা প্রশাসন বিশৃঙ্খলা এড়াতে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সমাপ্তি টানে।
এব্যাপারে মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে উপস্থিত একাধিক মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানাযায়, একটা মহল বিশৃঙ্খলা তৈরি করতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এমন বিতর্কিত বক্তব্য দিয়েছেন। একটি মহল বিশৃঙ্খলা তৈরি করতে ইচ্ছাকৃতভাবে এমন বক্তব্য দিচ্ছেন বলে জানান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। তিনি বলেন, আজকে যারা বিতর্কিত বক্তব্য দিয়েছে তারা পূর্বের কোন অনুষ্ঠানে এই ভাবে উপস্থিত ছিলনা।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান জানান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে দুয়েকজন মুক্তিযোদ্ধা বিতর্কিত বক্তব্য দেওয়ায় পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়। পরে আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি কৃষ্ণ চন্দ্র জানান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে দুয়েকজন মুক্তিযোদ্ধা বিতর্কিত বক্তব্য দেওয়ায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরে আমরা উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বিশৃঙ্খলা এড়াতে অনুষ্ঠান দ্রুত সমাপ্ত করা হয়।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
