জাহাঙ্গীর, রাঙামাটি জেলা প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটি জিমনেসিয়াম মাঠে শুরু হওয়া তিন দিনব্যাপী বিজয় মেলায় আজ অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল থেকে শুরু হওয়া এই আয়োজনে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে মেলাপ্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
বিজয় মেলাকে কেন্দ্র করে জিমনেসিয়াম মাঠজুড়ে বসেছে বিভিন্ন উদ্যোক্তার স্টল। মেলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, খেলনা, হস্তশিল্প ও নানা ধরনের বাহারি পণ্যের পসরা সাজানো হয়েছে। ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এছাড়া মেলায় অস্থায়ী রেস্টুরেন্ট ও খাবারের স্টলে ফাস্টফুডসহ বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের আকর্ষণ করেছে।
তিন দিনব্যাপী বিজয় মেলার অংশ হিসেবে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে দেশাত্মবোধক ও আধুনিক গানের পাশাপাশি আলাদা পর্বে তবলা পরিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে তবলাবাদক তাঁর দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেন। তালের ছন্দে পরিবেশিত নৃত্য পরিবেশনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষের জন্য সুস্থ ও আনন্দময় বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এই বিজয় মেলার মূল উদ্দেশ্য। মেলার বাকি দিনগুলোতেও সাংস্কৃতিক ও বিনোদনমূলক নানা আয়োজন থাকবে বলে তারা জানান।
সব মিলিয়ে রাঙামাটি জিমনেসিয়াম মাঠের তিন দিনব্যাপী বিজয় মেলা আনন্দ, সংস্কৃতি ও উৎসবের এক মিলনস্থলে পরিণত হয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
