রুপান্তর বাংলা নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন ডালিম বড়ুয়া। দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে একজন আপসহীন কর্মী হিসেবে তুলে ধরেছেন।
রাজনৈতিক সহকর্মী ও সমর্থকদের ভাষ্য অনুযায়ী, ডালিম বড়ুয়া শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে বিশ্বাসী। তিনি বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং ভোটাধিকার রক্ষায় বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে আসছেন। রাজনৈতিক চাপ ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি আদর্শগত অবস্থান থেকে সরে আসেননি বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
বিভিন্ন সময়ে রাজনৈতিক সভা-সমাবেশ ও বক্তব্যে ডালিম বড়ুয়া স্বৈরতান্ত্রিক মনোভাব ও দমননীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি মনে করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতেই শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন জরুরি। বিশেষ করে তরুণ সমাজকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে তিনি কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা।
সমর্থকদের মতে, ডালিম বড়ুয়া রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নেরস্থায়ী বাসিন্দা উনি একজন লড়াকু ও স্পষ্টভাষী রাজনৈতিক কর্মী, যিনি রাজপথের আন্দোলনে সাহসী ভূমিকার জন্য পরিচিত। অন্যদিকে সমালোচকদের মতে, তাঁর বক্তব্য অনেক সময় কঠোর হলেও তিনি নিজের রাজনৈতিক আদর্শে দৃঢ় অবস্থান বজায় রাখছেন।
সার্বিকভাবে, ডালিম বড়ুয়া রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এবং বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, নিজেকে শহীদ জিয়ার আদর্শের একজন নিবেদিত সৈনিক হিসেবে উপস্থাপন করছেন এবং সেই আদর্শকে সামনে রেখেই ভবিষ্যতেও রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন- বাঙ্গালহালিয়া ইউনিয়নের উন্নয়নে তিনি রূপান্তর বাংলাকে বলেন অত্র উপজেলাতে পাহাড়ি বাঙালি মিলে আমাদের বসবাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে দল মত নির্বিশেষে আমাদের সকলকে মিলে মিশে কাজ করতে হবে, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কে উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে! বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদকে আমি আমার স্বপ্নের মডেল ইউনিয়ন হিসাবে সাজাতে চাই তাতে এলাকার সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
