মিথ্যা মামলা ও কারাভোগ শেষে রাজপথে ফিরলেন বিএনপি নেতা মোঃ পারভেজ ত্যাগী এই নেতাকে অভিনন্দনে ভাসাচ্ছেন নেতাকর্মী ও এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা –ভোলা সদর উপজেলার ৭নং শিবপুর ইউনিয়নের মধ্য রতনপুর গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ পারভেজ (পিতা: আবু তাহের পাটোয়ারি বাড়ি) দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তিনি সাংবাদিকবান্ধব, সৎ ও নীতিবান রাজনৈতিক কর্মী হিসেবে এলাকাজুড়ে সুপরিচিত।
স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধ ও ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। অভিযোগ রয়েছে, একজন রাজনৈতিক নেতা হওয়ায় তাকে দুর্বল মনে করে ব্যবসায়িক ও পারিবারিক সম্পত্তি দখলের উদ্দেশ্যেই এই ষড়যন্ত্রমূলক মামলা করা হয়। এসব ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার কারণে মোঃ পারভেজকে প্রায় তিন মাস কারাভোগ করতে হয়। তবে কারাবন্দি অবস্থায়ও তিনি তার রাজনৈতিক আদর্শ ও বিশ্বাস থেকে একচুলও বিচ্যুত হননি।
কারামুক্তির পর পুনরায় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ায় এলাকাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, মোঃ পারভেজ একজন সৎ, সাহসী ও নির্ভীক রাজনৈতিক কর্মী; তার মতো নিষ্ঠাবান নেতা রাজনীতিতে খুব কমই দেখা যায়।
এদিকে তার বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীসহ ঢাকা মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সভাপতি মোঃ আলমগীর সাহেব এবং সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিনসহ দলের অন্যান্য নেতারা এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন,
“মোঃ পারভেজ একজন ত্যাগী ও পরীক্ষিত রাজনৈতিক নেতা। পারিবারিক জায়গা-সম্পত্তি ও ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও পরীক্ষিত রাজনৈতিক নেতা। পারিবারিক জায়গা-সম্পত্তি ও ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও রাজনৈতিকভাবে হীনচেষ্টা। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”
নেতৃবৃন্দ আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জনগণের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার জন্য তারা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
স্থানীয় এলাকাবাসীর মতে, মোঃ পারভেজের মতো সৎ ও নিষ্ঠাবান তরুণ নেতারা রাজনীতিতে থাকলে সমাজ ও দেশ উপকৃত হবে। তারা তার সুস্থতা, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করেন।