ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা ও শহর জাতীয় পার্টির নেতাদের গণপদত্যাগ। সোমবার বিকেলে উপজেলার নেতাকর্মীরা সমবেত হয়ে এ সিদ্ধান্ত নেন। জানা যায় আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক এমপি সালাউদ্দিন আহাম্মেদ মুক্তি দলীয়ভাবে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ ও মুক্তাগাছা আসন থেকে নির্বাচন করার জন্য দুইটি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। পরবর্তীতে ঈশ্বরগঞ্জ আসন সাবেক এমপি ফখরুল ইমাম কে ছেড়ে দেন এবং মুক্তাগাছা আসন এর মনোনয়ন পত্র জমাদানে বিরত থাকেন। এ নিয়ে উপজেলা ও শহর জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বলেন একটি দলের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতা। তিনি স্থানীয় নেতাকর্মীদের কোনো মতামত না নিয়ে বা তাদের কোনো কথা না শুনে নির্বাচনে ভরাডুবি হবে চিন্তা করে মনোনয়ন জমা দেওয়া থেকে বিরত থাকেন। বিষয়টি প্রকাশ হওয়ার পর নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করে। স্থানীয় নেতৃবৃন্দ বলেন নির্বাচনে জয় পরাজয় থাকবেই কিন্তু দলের শীর্ষ পর্যায়ের নেতা হয়ে তার এহন মনোভাব দলের নেতাকর্মীদের মাঝে হতাশার সৃষ্টি করেছে। তাই নেতাকর্মীরা ক্ষুদ্ব হয়ে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন। পদত্যাগ কারীদের মধ্যে উল্লেখ্যযোগ্য :- মির্জা আবুল কালাম (সাবেক পাঁচবারের কমিশনার) যুগ্ম আহ্বায়ক জেলা জাতীয় পার্টি, মোঃ জসিমউদ্দিন সিনিয়র সহ-সভাপতি শহর জাতীয় পার্টি ও সাবেক আহ্বায়ক জাপা, আবুল কালাম আজাদ সভাপতি ২নং ওয়ার্ড পৌরসভা, মাহাবুবুল আলম বাবুল যুগ্ম আহ্বায়ক শহর জাপা, মোঃ মোতালেব সভাপতি ১নং দুল্লা ইউপি জাপা, সিরাজুল হক সরকার আহ্বায়ক ২নং বড়গ্রাম ইউনিয়ন জাপা, সিদ্দিকুর রহমান মেম্বার যুগ্ম আহ্বায়ক ২নং বড়গ্রাম ইউনিয়ন জাপা, মোঃ আব্দুর রাজ্জাক মিলন ৩নং তারাটি ইউনিয়ন জাপা, মোঃ হায়দার আলী ৪নং কুমারগাতা ইউনিয়ন জাপা, মোঃ আতাউর রহমান ৫নং বাশাটি ইউনিয়ন জাপা, মোঃ সাইদুর রহমান ৭নং ঘোগা ইউনিয়ন জাপা, শাজাহার সরকার ৮নং দাওগাও ইউনিয়ন জাপা, আব্দুল করিম সরকার যুগ্ম আহ্বায়ক উপজেলা জাপা, ইকবাল হাসান যুগ্ম আহ্বায়ক ৯নং কাশেমপুর ইউনিয়ন জাপা, জহিরুল ইসলাম সরকার যুগ্ম আহ্বায়ক ৯নং কাশেমপুর ইউপি ইউনিয়ন জাপা, মাহাবুবুল আলম ফকির সভাপতি ১০নং খেরুয়াজানি ইউনিয়ন জাপা, আশরাফুল আলম খোকন সাধারণ সম্পাদক ১০নং খেরুয়াজানি ইউনিয়ন জাপা, হাবিবুল ইসলাম ১০নং খেরুয়াজানি ইউনিয়ন জাপা, আইয়ুব আলী ১০নং খেরুয়াজানি ইউনিয়ন জাপা, প্রমুখ।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
