কলেজ গেইট ও বনরূপা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা

কলেজ গেইট ও বনরূপা বাজারে মোবাইল কোর্ট পরিচালন

জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) রাঙ্গামাটি সদর উপজেলার কলেজ গেইট এলাকা ও বনরূপা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযান চলাকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে ২টি মামলায় মোট ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, সিলিন্ডারকৃত এলপিজি গ্যাস সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ২,০০০ টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় একই আইনের ৩৮ ধারায় ৪০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

অপরদিকে, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৩(গ) ধারা লঙ্ঘনের দায়ে আরও ৫০০ টাকা জরিমানা করা হয়।

আজকের অভিযানে মোট ৩,২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।