নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশার বড়গ্রাম বাজারে স্টিয়ারিং ভটভটি চাপায় ফাইম হোসেন(৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। ফাইম নিয়ামতপুর উপজেলার
বেলহট্টি গ্রামের মৃত গণির ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা-১১টায় ফাইম রাসায়নিক সার ক্রয়ের জন্য বড়গ্রাম বাজারে কাশেমের
দোকানের সামনে বসেছিলেন। এ সময় বড়গ্রাম থেকে ধান বোঝাই একটি স্টিয়ারিং ভটভটি ঘটনা স্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানটির
সামনে উল্টে যায়।
এ সময় সেখানে বসা থাকা ফাইম ভটভটির নিচে চাপা পড়ে। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পোরশা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এসংবাদ পাঠানো পর্যন্ত লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। ভটভটির চালক পলাতক রয়েছেন এবং স্টিয়ারিং ভটভটিটি স্থানীয় জনগণ আটক করে বড়গ্রাম বাজারে রেখেছেন। থানা কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।