ইপিজেড থানার অভিযানে ১৬৮ বোতল বিদেশী মদ ও মাইক্রোবাসসহ গ্রেফতার ১

এম এ রাশেদ চৌধুরীঃ–চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের আওতাধীন ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ বোতল বিদেশী মদ ও একটি মাইক্রোবাসসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

২৩ এপ্রিল ২০২৫, মঙ্গলবার রাত ১টা ২৫ মিনিটে ইপিজেড থানাধীন আকমল আলী বেড়ীবাঁধ সুইচগেইট সংলগ্ন পাকা রাস্তায় মোবাইল-৫১ (নৈশ) টিম কর্তৃক অভিযান চালিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ আরিফ হোসেন, যিনি অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

অভিযানে মোঃ সবুজ মিয়া (৪৫) নামের একজনকে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে উদ্ধার করা হয় ১৬৮ বোতল বিদেশী মদ ও একটি মাইক্রোবাস। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযানটি পরিচালিত হয় ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আখতারউজ্জামানের নেতৃত্বে। সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা প্রদান করেন সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা, পিএসসি। এছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোহেল পারভেজ ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহমুদুল হাসান অভিযানে সমন্বয় করেন।