মালিক শ্রমিক এক হয়ে গড়বো বাংলাদেশ, থাকবে না আর মোদের মাঝে শোষণের পরিবেশ।

চট্টগ্রাম থেকে জাহাঙ্গীর হোসাইন —-আজ পহেল মে, আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর টাইগারপাস এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের সমন্বয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো বাংলাদেশ” থাকবে না আর মোদের মাঝে শোষণের পরিবেশ”।

এমন প্রতিপাদ্যের কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
এতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠনের নেতাকর্মীদের শতঃষ্ফুর্ত অংশগ্রহনের মধ্যদিয়ে এই দিবসটি পালন করা হয়।

সকাল দশটা থেকে নগরীর টাইগারপাস চত্বরে, চট্টগ্রাম জেলা এবং মহানগরের ৩২টি থানা এলাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের শ্রমিকগণ মিছিল নিয়ে এসে জড়ো হতে থাকে।

এসময় অ্যাডভোকেট এইচ.এস.সোহরাওয়ার্দীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন সমিতি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এম. নাজিম উদ্দিন, সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল
আবুল হাশেম বক্কর, সাবেক নগর বিএনপি, শেখ নুরুল্লাহ বাহার, বিভাগীয় শ্রমিক দল। ইয়াছিন চৌধুরী লিটন, যুগ্ম-আবায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি।
গাজী সিরাজ, সাবেক সভাপতি ছাত্রদল চট্টগ্রাম মহানগর।
ইঞ্জি. জমির উদ্দীন নাহিদ, সদস্য সচিব চট্টগ্রাম মহানগর বিএনপি। এমদাদুল হক বাদশা, সাবেক সাংগঠনিক যুবদল চট্টগ্রাম মহানগর।
নজরুল ইসলাম সোহেল, সমাজ সেবক, চট্টগ্রাম দক্ষিণ জেলা।

হাজি মোঃ আবু ফয়েজ, চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোলাম ফারুক,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ অটোরিক্সা হালকামান পরিবহন শ্রমিক ফেডারেশন, মোঃ মধু সরকার বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর।
এতে আরও উপস্থিত ছিলেন মোঃ শিপন, সাধারণ সম্পাদক বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর। মোঃ আল আমীন বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, সভাপতি বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন, মোঃ শাহনেওয়াজ সভাপতি ও এম আর সেলিম পারভেজ সহ-সভাপতি বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চান্দগাঁও থানা কমিটি।

দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মহানগর চান্দগাঁও থানা এলাকার সভাপতি মোঃ শাহনেওয়াজ এবং সিনিয়র সহসভাপতি এম,আর সেলিম পারভেজ এর নেতৃত্বে “সিএনজি অটোরিকশা হালকা যানবাহন পরিবহন শ্রমিক ফেডারেশন” এর ব্যানারে ক’য়েক হাজার শ্রমিক নিয়ে শ্রমিক নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলে ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য ও দৈনিক (সর্বোচ্চ) আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন—তাদের সেই আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
এছাড়া মহান মে দিবস উদযাপন উপলক্ষে সরকারিভাবে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে এবং বেসরকারিভাবে জাতীয় ছুটির দিন হিসাবে পালিত হয়েছে।

দিবসটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণির মাঝে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে বলে প্রধান অতিথির বক্তব্যে বলেন। এতেকরে মালিক-শ্রমিকদের মাঝে সম্পর্কের উন্নতি হয়েছে। যারফলে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে আট ঘণ্টায়।
সারা বিশ্বের শ্রমিকরা তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করেন। তারা নিজেদের অধিকার আদায়ে সফল হয়েছে বলে তিনি জানায়।