দেওয়ানগঞ্জে গাছের চারা ও সবজি বীজ  বিতরণ

দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরী সহায়তায়, উন্নয়ন সংঘ এর বাস্তবায়নে, BIeNGS project  বাস্তবায়ন হচ্ছে জামালপুর ও শেরপুর জেলায়।
 জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকের আওতাধীন দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের মাঝে ফলজ গাছের চারা, শাক সবজির বীজ সহ উপকরণ সমুহ বিতরণ করেন উন্নয়ন সংঘের প্রজেক্ট অফিসার গাব্রিয়েল পালমা।
গাব্রিয়েল পালমা  বলেন গর্ভবর্তী মা, দুগ্ধ দান কারী মা, পাঁচ বছরের নিচে শিশু ও কিশোরীদের লক্ষ্যে পুষ্টিকর খাবার উৎপাদনের গুরুত্বারোপ করেন।
সিএফ ফরিদুল ইসলাম ফরিদ বলেন- উন্নয়ন সংঘ এর পক্ষ থেকে  প্রতিটি দরিদ্র পরিবারে কে ৩টা লেবুর চারা, ৩টা পেয়ারার চারা, ১২ প্যাকেট শাকসবজির বীজ,  ১কেজি নেট, ২০০গ্রাম সুতা, ১ কেজি পলিথিন বিতরণ করা হয়। প্রতিটি অতি দরিদ্র পরিবারে ২টা লেবুর চারা, ২টা পেয়ারার চারা, ৬ প্যাকেট শাকসবজির বীজ, ৫০০গ্রাম নেট, ১০০গ্রাম সুতা, বিতরণ করা হয়।
অপরদিকে  চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশ্চিম পাড়া কমিউনিটি ক্লিনিকের আওতাধীন গ্রাম গুলোর দরিদ্র ও অতি দরিদ্র পরিবারে মাঝে এসব জিনিসপত্র  বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের সদস্য  মোঃ সাহার আলী, BIeNGS project উন্নয়ন সংঘ দেওয়ানগঞ্জ এর একাউন্টেন্ট বিকাশ রায়, সিভিএ আজিজুর রহমান, সিএনপি আনোয়ারা, সিএনপি রাজিয়া ও পিডিএইচ ভলান্টিয়ার রোজিনা বেগম।
এ ছাড়া বাঘারচর,  পোল্যাকান্দি,  আকন্দ পাড়া, কমিউনিটি ক্লিনিকের আওতাধীন গ্রাম গুলোতেও বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ডিগ্রিরচর সহ আরও কয়েকটি কমিউনিটি ক্লিনিকের আওতাধীন গ্রাম গুলোতেও বিতরণ করা হবে।
বিংস প্রজেক্ট উন্নয়ন সংঘ এর দেওয়ানগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর শাহানা পারভীন মুঠোফোনে বলেন- গর্ভবতী মা, প্রসূতি মা, শিশু ও কিশোরীদের পুষ্টির চাহিদা পুরণের লক্ষ্যে দেওয়ানগঞ্জের কয়েকটি কমিউনিটি ক্লিনিকের আওতাধীন ৯শত দরিদ্র পরিবার এবং ৯শত অতি দরিদ্র পরিবারে এ সুবিধা দেওয়া হয়। আমরা সফলতার সহিত দুই বছর যাবত কার্যক্রম পরিচালনা করে আসছি।