আব্দুর রাজ্জাক রাজস্হলী থেকে–বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে, জুলাই শহীদদের স্বরণে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল পালন করা হয়।
রাজস্থলী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় এই কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিলটি অনুষ্ঠিত হয়।
মৌন মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কার্যালয়ের সামনে শেষ হয়।
পরে জুলাইয়ে নিহত ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় রাজস্থলী উপজেলা বিএনপি’র সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মংঞোই মারমার সঞ্চালনায় সি.সহ-সভাপতি আবুল হাসেম মেম্বারসহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।